শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাজে কোচের নাম জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

অ্যাঞ্জেল ডি মারিয়া। পুরোনো ছবি
অ্যাঞ্জেল ডি মারিয়া। পুরোনো ছবি

ক্যারিয়ারের সেরা কোচ কে? এ প্রশ্বের জবাবে বিন্দুমাত্র চিন্তা করবেন না কোনো ক্রীড়াবিদ। তবে যদিও প্রশ্ন করা হয় সবচেয়ে খারাপ কোচ কে? সেক্ষেত্রে অস্বস্তিতে ভুগবেন যে কোনো ক্রীড়াবিদ। এ প্রসঙ্গ উঠলে এগিয়ে যেতে চাইবেন যে কেউ। তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আর্জেন্টিনার কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া।

কোনো ধরনের লুকোচুরি বা রাখঢাক না রেখে অকপটে জানালেন তার ক্যারিয়ারের সবচেয়ে অপছন্দের কোচের নাম। নেদারল্যান্ডসের লুইস ফন গালকে নিজ ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ তারকা।

আলোচিত-সমালোচিত এ ডাচ কোচের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে এ মৌসুমের জন্য পান ডি মারিয়া। ক্রীড়াবিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টি পরিষ্কার করে দিলাম।’

যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ডাচ এ কোচকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন সদ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা এ আর্জেন্টাইন উইঙ্গার। যদিও কাতার বিশ্বকাপের সময় ডি মারিয়াকে নিয়েও কথা বলেন ডাচ কোচ, ‘ডি মারিয়া ভালো খেলোয়াড়। সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলত, তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল।’

অন্য কোচদের নিয়ে কথা বলতে গিয়ে লিওনেল স্কালোনি প্রসঙ্গে ডি মারিয়ার কাছে জানতে চাওয়া হয়। বিশ্বকাপজয়ী এ কোচকে অন্যতম সেরা বলে উল্লেখ করেন তিনি। তবে তার চোখে অনেকখানি এগিয়ে আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়া। ২০১৪ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এ কোচ প্রসঙ্গে ডি মারিয়া বলেন, ‘আমার ওপর তার (সাবেলা) অনেক প্রভাব ছিল।’

এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনকে নিয়েও কথা বলতে হয়। কোচ হিসেবে ম্যারাডোনা কেমন ছিলেন, তা জানতে চাইলে ডি মারিয়া বলেন, ‘আমি তাকে কোচ হিসেবে দেখি না। সে আমার কাছে একজন বন্ধু ছিল। একজন বন্ধু, ভাই এবং বাবার মতো ছিল। অন্য কিছুর চেয়ে বাবাই বলব। সে আমাকে সামনে এগোতে সহায়তা করেছে। আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে, সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। সে আমার কাছে সবকিছু ছিল। আমি আগেও বলেছি, লিও মেসি সর্বকালের সেরা। কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো। আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১০

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১১

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১২

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৩

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৪

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৫

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৬

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৭

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৮

এই আলো কি সেই মেয়েটিই

১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

২০
X