স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হতাশার সঙ্গে শঙ্কার মাত্রা বাড়ছে মেসি ভক্তদের

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সময় হলে নিয়ম মেনে ফুটবলকে চিরবিদায় জানাবেন লিওনেল মেসি। তবে তার বিদায়ের ভাবনাই ফুটবলপ্রেমীদের মন বিষণ্ন করে তোলে। তবে এখনো বিদায় বলেননি মেসি, কিংবা খুবই দ্রুত বিদায় বলবেন এমন সম্ভাবনাও নেই। তবে তার ইনজুরি দীর্ঘায়িত হওয়ায় হতাশার সঙ্গে শঙ্কা তৈরি করছে মেসি ভক্তদের।

কোপা আমেরিকা কাপে পড়েন পায়ের গোড়ালির ইনজুরিতে। ফলে প্রায় দেড় মাস ধরে আছেন মাঠের বাইরে। গত সপ্তাহে অনুশীলনের ফিরলেও নেই আশার কোনো খবর। চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় শিকাগোর বিপক্ষে খেলে হচ্ছে না মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ।

মূলত কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে ঘনঘন ইনজুরিতে পড়ছেন তিনি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৬বার ইনজুরিতে পড়েছেন মেসি।

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর ৪৬ দিন ধরে মাঠের বাইরে আছেন তিনি। এর চেয়ে বেশি লম্বা সময় মাঠের বাইরে ছিলেন খুব কমই। বয়স আর ফিটনেসের কথা চিন্তা করলে এ ধরনের চোট মেসিভক্তদের জন্য আতঙ্কের।

আর চোট থেকে সুস্থ হলেও মাঠের পারফরম্যান্সে সব ঠিক হয়ে যাবে এমনটা নয়। তাই আর্জেন্টাইন কিংবদন্তিকে মাঠে ফেরানোর বিষয়ে বেশ সতর্ক ইন্টার মায়ামি। ক্লাবটির কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘ছয় সপ্তাহ ধরে এই চোট নিয়ে সে ভুগছে। তার পুরোপুরি সেরে ওঠা জরুরি। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্ত হয়ে সবদিক বিবেচনা করতে হবে। সে কয়েক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে, প্রাথমিকভাবে সে চিকিৎসক ও শারীরিক প্রশিক্ষকের সঙ্গে কাজ করেছে। এরপর সে আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা এখনো তার উন্নতি পর্যবেক্ষণ করছি।’

মার্কিন ক্লাবটির হয়ে এরই মধ্যে মিস করেছেন বেশ কয়েকটি ম্যাচ। পাশাপাশি ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। মেসির চোট ভালো বার্তা দিচ্ছে না। ভবিষ্যতে এমন চোটের শঙ্কাও থাকছে। তাই ইচ্ছে থাকলেও আগের মতো নিয়মিত খেলাতে পারবে না আর্জেন্টিনা ও মায়ামি।

আর্জেন্টিনার বিশ্বকাপ ভাবনায় মেসি থাকলে, শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই মাঠে নামাতে হবে তাকে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও দলের সতীর্থরা তাকে বিশ্বকাপ স্কোয়াডে পেতে মরিয়া।

স্কালোনি গণমাধ্যমে বেশ কয়েকবার এ কথা জানিয়েছেন। আবার সম্প্রতি আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারও মেসিকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস মেসি বিশ্বকাপে খেলবেন।’

যদিও এখন পর্যন্ত মেসি বিশ্বকাপ খেলা বা না খেলা নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে বিশ্বকাপ খেলতে হলে তাকে পাড়ি দিতে হবে কঠিন এক পথ। তাই দিন যত যাচ্ছে হতাশার সঙ্গে মেসি ভক্তদের শঙ্কাও তত বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জামায়াত আয়োজিত নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

১০

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

১১

শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুট

১২

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প / দরকষাকষি চলছে, আরও সময় লাগবে

১৩

সকালে ঘুম থেকেই উঠেই কি মোবাইল ফোন ঘাঁটেন, হতে পারে যেসব বিপদ

১৪

সাগরে মিলল ১২ কোটি টাকার গুপ্তধন

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

বিশ্ব শিশু দিবস আজ 

১৭

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

১৮

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৯

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

২০
X