স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হতাশার সঙ্গে শঙ্কার মাত্রা বাড়ছে মেসি ভক্তদের

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সময় হলে নিয়ম মেনে ফুটবলকে চিরবিদায় জানাবেন লিওনেল মেসি। তবে তার বিদায়ের ভাবনাই ফুটবলপ্রেমীদের মন বিষণ্ন করে তোলে। তবে এখনো বিদায় বলেননি মেসি, কিংবা খুবই দ্রুত বিদায় বলবেন এমন সম্ভাবনাও নেই। তবে তার ইনজুরি দীর্ঘায়িত হওয়ায় হতাশার সঙ্গে শঙ্কা তৈরি করছে মেসি ভক্তদের।

কোপা আমেরিকা কাপে পড়েন পায়ের গোড়ালির ইনজুরিতে। ফলে প্রায় দেড় মাস ধরে আছেন মাঠের বাইরে। গত সপ্তাহে অনুশীলনের ফিরলেও নেই আশার কোনো খবর। চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় শিকাগোর বিপক্ষে খেলে হচ্ছে না মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ।

মূলত কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে ঘনঘন ইনজুরিতে পড়ছেন তিনি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৬বার ইনজুরিতে পড়েছেন মেসি।

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর ৪৬ দিন ধরে মাঠের বাইরে আছেন তিনি। এর চেয়ে বেশি লম্বা সময় মাঠের বাইরে ছিলেন খুব কমই। বয়স আর ফিটনেসের কথা চিন্তা করলে এ ধরনের চোট মেসিভক্তদের জন্য আতঙ্কের।

আর চোট থেকে সুস্থ হলেও মাঠের পারফরম্যান্সে সব ঠিক হয়ে যাবে এমনটা নয়। তাই আর্জেন্টাইন কিংবদন্তিকে মাঠে ফেরানোর বিষয়ে বেশ সতর্ক ইন্টার মায়ামি। ক্লাবটির কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘ছয় সপ্তাহ ধরে এই চোট নিয়ে সে ভুগছে। তার পুরোপুরি সেরে ওঠা জরুরি। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্ত হয়ে সবদিক বিবেচনা করতে হবে। সে কয়েক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে, প্রাথমিকভাবে সে চিকিৎসক ও শারীরিক প্রশিক্ষকের সঙ্গে কাজ করেছে। এরপর সে আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা এখনো তার উন্নতি পর্যবেক্ষণ করছি।’

মার্কিন ক্লাবটির হয়ে এরই মধ্যে মিস করেছেন বেশ কয়েকটি ম্যাচ। পাশাপাশি ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। মেসির চোট ভালো বার্তা দিচ্ছে না। ভবিষ্যতে এমন চোটের শঙ্কাও থাকছে। তাই ইচ্ছে থাকলেও আগের মতো নিয়মিত খেলাতে পারবে না আর্জেন্টিনা ও মায়ামি।

আর্জেন্টিনার বিশ্বকাপ ভাবনায় মেসি থাকলে, শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই মাঠে নামাতে হবে তাকে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও দলের সতীর্থরা তাকে বিশ্বকাপ স্কোয়াডে পেতে মরিয়া।

স্কালোনি গণমাধ্যমে বেশ কয়েকবার এ কথা জানিয়েছেন। আবার সম্প্রতি আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারও মেসিকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস মেসি বিশ্বকাপে খেলবেন।’

যদিও এখন পর্যন্ত মেসি বিশ্বকাপ খেলা বা না খেলা নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে বিশ্বকাপ খেলতে হলে তাকে পাড়ি দিতে হবে কঠিন এক পথ। তাই দিন যত যাচ্ছে হতাশার সঙ্গে মেসি ভক্তদের শঙ্কাও তত বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X