শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দিবালার পর আরেক তারকাকে ডাকলেন স্কালোনি

লিওনেল স্কালোনি ও পাওলো দিবালা। ছবি : সংগৃহীত
লিওনেল স্কালোনি ও পাওলো দিবালা। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকা জয়ের দেড় মাস পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ। বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সকালে চিলি ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এ জন্য অনেক আগে দল ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। হঠাৎ করে আরও এক তারকা ফুটবলারকে স্কোয়াডে ডেকেছেন আর্জেন্টাইন কোচ।

ক্লাব ফুটবলের দায়িত্ব শেষে আপাতত জাতীয় দলে ফিরছেন আর্জেন্টিনার ফুটবলাররা। রোববার ক্যাম্পে যোগ দিয়েছেন হুলিয়ান আলভারেজ, হুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, গোলকিপার হুয়ান মুসো ও লাউতারো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সোমবার থেকে প্রস্তুতি শুরু করবে আর্জেন্টিনা।

দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পাননি মার্কোস আকুনা। হঠাৎই ডাক পড়েছে এ লেফট ব্যাকের। মূলত নিকোলাস ত্যাগলিয়াফিকো ও এমিলিয়ানো বালেরডির চোটের কারণে ডাক পড়েছে কাতার বিশ্বকাপজয়ী এ ফুটবলারের।

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমাদের এ সপ্তাহে দুটি ম্যাচ খেলতে হবে। তাই আমাদের কিছু বিকল্প রাখতে হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আকুনাকে ডাকা হয়েছে। কারণ সে রিভারপ্লেটে যোগ দেওয়ার পর থেকে ভালো করছে।’

দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। যদিও সুস্থ হয়ে যোগ দিয়েছেন ইন্টার মায়ামির অনুশীলনে। এরপরও এখনই আর্জেন্টাইন কিংবদন্তিকে বিবেচনায় নেননি স্কালোনি।

ধারণা করা হচ্ছে- অক্টোবরের ফিফা উইন্ডোতে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে স্কালোনি বলেন, ‘যখন সে (মেসি) আশেপাশে না থাকে, তখন তাকে সবসময় মিস করা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ভালোভাবে সেরে উঠছে এবং আমরা সামনের বাছাইপর্বের ম্যাচে তার ওপর নির্ভর করতে পারি।’
কোপা জয়ের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থ এবং ঘরের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন তিনি।

দুজনের অনুপস্থিতিতে আর্জেন্টাইন স্কোয়াডে ডাক পেয়েছেন সৌদি আরবের মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করা পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাব রোমার ফুটবলারের পর আকুনাকে স্কোয়াডে ডাকলেন আর্জেন্টাইন কোচ।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৬।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, হুয়ান মুসো

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, জার্মান পেজেলা, নিকোলাস ওতামেন্দি, ভ্যালেন্টিন বার্কো, মার্কাস আকুনা

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্তিনেজ, আলেজান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ, মাতিয়াস সোল, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিনো কাস্তেলানোস ও পাওলো দিবালা।

#SelecciónMayor El futbolista @AcunaMarcos17 se suma a la nómina de convocados para los partidos ante @LaRoja y @FCFSeleccionCol . pic.twitter.com/bVaRB5mD0n — Selección Argentina (@Argentina) September 2, 2024

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১০

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১১

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১২

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৩

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৪

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৫

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৬

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৭

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৮

এই আলো কি সেই মেয়েটিই

১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

২০
X