কিছুদিন আগেই লিওনেল মেসিকে টপকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে অনন্য এক রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফুটবলার হিসেবে সর্বোচ্চ ৪১ বার গিনেস ওয়ার্ল্ড বুকের শীর্ষে ওঠার রেকর্ড গড়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।
মঙ্গলবার (১ আগস্ট) গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ টুইটারে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিকের একটি তালিকা প্রকাশ করে। যেখানে ৪১টি রেকর্ড গড়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসি। ৪০টি রেকর্ড নিয়ে রোনালদো দুইয়ে। রবার্ট লেভানদোভস্কি তিনে, কিলিয়ান এমবাপ্পে চারে এবং নেইমার পাঁচ নম্বরে অবস্থান করছেন।
রোনালদো ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদির আল নাসরে, মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। পৃথিবীর দুই প্রান্তে দুই তারকা অবস্থান করলেও তাদের নিয়ে আলোচনা থেমে নেই। এমনকি দুজনের প্রতিদ্বন্দ্বিতার রেশও কমেনি। কিছুদিন আগেই গিনেস কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় রোনালদো। যেটা ছিল পর্তুগিজ তারকার ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে নতুন একটি রেকর্ড গড়েন রোনালদো। ফুটবলের ইতিহাসে হেড দিয়ে সর্বোচ্চ ১৪৫তম গোল করেন আল নাসর ফরোয়ার্ড। মাথা দিয়ে ১৪৪ গোল করা ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকা গার্ড মুলারকে টপকে যান রোনালদো।
মেসি-রোনালদোর পরে গিনেস বুকের তালিকায় ৯টি রেকর্ড নিয়ে তিনে অবস্থান করছেন পোল্যান্ড ও বার্সেলোনা তারকা লেভান্ডোফস্কির। এ ছাড়া চারে থাকা ফরাসি তারকা এমবাপ্পের ৫টি রেকর্ড এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ৪টি রেকর্ড গড়ে পাঁচে অবস্থান করছেন।
মন্তব্য করুন