স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের দলে ফেরার সময় জানালেন ব্রাজিল কোচ

দরিভাল জুনিয়র ও নেইমার। ছবি : সংগৃহীত
দরিভাল জুনিয়র ও নেইমার। ছবি : সংগৃহীত

ব্রাজিলের জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, দলের সেরা তারকা নেইমার সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে দলে ফিরিয়ে আনা হবে না। তিনি অক্টোবরে অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন, যেখানে যথারীতি নেইমারকে রাখা হয়নি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর ইনজুরির পর থেকেই নেইমার মাঠের বাইরে রয়েছেন। আগামী বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচেও তাকে দেখা যাবে না। কোচ দরিভাল বলেন, নেইমারের ফেরা ২০২৫ সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। তবে তিনি এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অপেক্ষা করতে প্রস্তুত, নেইমার সম্পূর্ণ ফিট না হওয়ার আগ পর্যন্ত।

৩১ বছর বয়সী এই ফুটবলার, যিনি বর্তমানে আল-হিলালের হয়ে খেলছেন, তার বাঁ হাঁটুর বড় ধরনের ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে আছেন। দরিভাল জানান, ‘আমরা বুঝতে পারছি এই খেলোয়াড় কতটা গুরুত্বপূর্ণ। সে যখন ফিরে আসবে, তখন আমরা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়কে আবার উপভোগ করতে পারব। আমরা ধৈর্য ধরছি, অপেক্ষা করছি।’

নেইমারের ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন, তিনি জানুয়ারিতে নেইমারের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং আশা করা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তিনি আবার মাঠে নামবেন।

এদিকে, সিবিএফ নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সিবিএফের পুরুষদের জাতীয় দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানান, নেইমারের সুস্থতা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে। ‘নেইমারের ক্ষেত্রে তার ইনজুরি ও তার অসাধারণ প্রতিভার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার পুনরুদ্ধারের গতি ভালো, তবে আমরা এখনই কোনো সময়সীমা নিয়ে মন্তব্য করতে পারছি না। ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ীই তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে। আমরা অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে তার পুনর্বাসনের চূড়ান্ত পর্যায় পর্যবেক্ষণের পরিকল্পনা করছি।’

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা সত্ত্বেও নেইমার ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তার ফিরে আসা আগামী দিনের প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে দরিভাল এবং সিবিএফ নিশ্চিত করতে চাইছে, তিনি মাঠে ফিরলে যেন পূর্ণ শক্তিতে ফিরতে পারেন।

অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের দল:

গোলরক্ষক: আলিসন, বেন্টো, এডারসন

রক্ষণভাগ: দানিলো, ভান্ডারসন, আবনার, গুইলহেরমে আরানা, ব্রেমার, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনিয়োস

মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারায়েস, গার্সন, রদ্রিগো, লুকাস প্যাকুয়েটা

আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর জেসুস, লুইজ হেনরিক, রাফিনহা, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

১০

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

১১

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

১২

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

১৩

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

১৪

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

১৫

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

১৬

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

১৭

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

১৮

গণপিটুনিতে নিহত রূপলালের ছেলে এখন বাবার পেশায়

১৯

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

২০
X