স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের দলে ফেরার সময় জানালেন ব্রাজিল কোচ

দরিভাল জুনিয়র ও নেইমার। ছবি : সংগৃহীত
দরিভাল জুনিয়র ও নেইমার। ছবি : সংগৃহীত

ব্রাজিলের জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, দলের সেরা তারকা নেইমার সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে দলে ফিরিয়ে আনা হবে না। তিনি অক্টোবরে অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন, যেখানে যথারীতি নেইমারকে রাখা হয়নি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর ইনজুরির পর থেকেই নেইমার মাঠের বাইরে রয়েছেন। আগামী বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচেও তাকে দেখা যাবে না। কোচ দরিভাল বলেন, নেইমারের ফেরা ২০২৫ সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। তবে তিনি এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অপেক্ষা করতে প্রস্তুত, নেইমার সম্পূর্ণ ফিট না হওয়ার আগ পর্যন্ত।

৩১ বছর বয়সী এই ফুটবলার, যিনি বর্তমানে আল-হিলালের হয়ে খেলছেন, তার বাঁ হাঁটুর বড় ধরনের ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে আছেন। দরিভাল জানান, ‘আমরা বুঝতে পারছি এই খেলোয়াড় কতটা গুরুত্বপূর্ণ। সে যখন ফিরে আসবে, তখন আমরা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়কে আবার উপভোগ করতে পারব। আমরা ধৈর্য ধরছি, অপেক্ষা করছি।’

নেইমারের ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন, তিনি জানুয়ারিতে নেইমারের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং আশা করা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তিনি আবার মাঠে নামবেন।

এদিকে, সিবিএফ নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সিবিএফের পুরুষদের জাতীয় দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানান, নেইমারের সুস্থতা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে। ‘নেইমারের ক্ষেত্রে তার ইনজুরি ও তার অসাধারণ প্রতিভার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার পুনরুদ্ধারের গতি ভালো, তবে আমরা এখনই কোনো সময়সীমা নিয়ে মন্তব্য করতে পারছি না। ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ীই তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে। আমরা অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে তার পুনর্বাসনের চূড়ান্ত পর্যায় পর্যবেক্ষণের পরিকল্পনা করছি।’

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা সত্ত্বেও নেইমার ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তার ফিরে আসা আগামী দিনের প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে দরিভাল এবং সিবিএফ নিশ্চিত করতে চাইছে, তিনি মাঠে ফিরলে যেন পূর্ণ শক্তিতে ফিরতে পারেন।

অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের দল:

গোলরক্ষক: আলিসন, বেন্টো, এডারসন

রক্ষণভাগ: দানিলো, ভান্ডারসন, আবনার, গুইলহেরমে আরানা, ব্রেমার, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনিয়োস

মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারায়েস, গার্সন, রদ্রিগো, লুকাস প্যাকুয়েটা

আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর জেসুস, লুইজ হেনরিক, রাফিনহা, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের টাকা নিয়ে বিরোধ, বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

এবার চবির জিরো পয়েন্টে তালা

তাসকিন–নাহিদদেরকে বুমরা–আফ্রিদির কাতারেই দেখেন শোয়েব আখতার

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের

‘বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তানিরা যুক্ত ছিল না’, ববি শিক্ষকের বক্তব্য ভাইরাল

পঞ্চগড়-১ আসনে মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

বিজয় দিবসে ফেলানীর নামে সড়কের নামফলক উন্মোচন 

হাদিকে গুলি : সীমান্তে মানুষ পার করা ফিলিপের ২ সহযোগী আটক

আ.লীগের পক্ষে চিকা মারার সময় ৩ জনকে পিটুনি

ক্যানসার বিশেষজ্ঞ হতে চান মেডিকেলে দেশসেরা শান্ত

১০

আড়াইহাজারে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি এডিট করা

১১

এজলাসে বিচারককে যা বললেন আনিস আলমগীর

১২

আ.লীগ নেতা জেলে, ঝুলে আছে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণ

১৩

সোনারগাঁও ইউনিভার্সিটি / ভর্তি মেলায় থাকছে শতভাগ পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপ ও বিশেষ ছাড়

১৪

নরসিংদীতে তোপের মুখে পরী মণি

১৫

রাজনীতিক ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

১৬

চবিতে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগান

১৭

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলো হাদিকে

১৮

গোয়ালঘরে কৃষকের গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা

১৯

নতুন গবেষণা ও পর্যবেক্ষণের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করল ওয়াটারএইড বাংলাদেশ

২০
X