ভারতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ১২৩ তম আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫-০ ব্যবধানে হারিয়েছে কলকাতার মোহনবাগান।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ম্যাচেই বাংলাদেশ সেনাবাহিনীকে পাঁচ গোলে হারিয়েছে মোহনবাগান ফুটবল ক্লাব।
মোহনবাগানের সিনিয়র ও জুনিয়র ফুটবলারদের নিয়েই দল একাদশ সাজান কোচ বাস্তব রায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সবুজ-মেরুন জার্সিধারীরা। ম্যাচের ১৪ মিনিটে লিস্টন কোলাসো প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। ২৮ মিনিটে পেনাল্টি থেকে মনবীর সিং ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির ঠিক আগমুহূর্তে আত্মঘাতী গোল করার পাশাপাশি লাল কার্ড দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর মিজানুর রহমান।
পুরো দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলে বাংলাদেশের প্রতিনিধিরা। ৫৮ মিনিটে কোলাসোর ফ্রি-কিক থেকে হামতে গোল করে সবুজ-মেরুন সমর্থকদের আনন্দে ভাসান। ৮৯ মিনিটে বদলি ফুটবলার কিয়ান নাসিরি পঞ্চম গোলটি করেন।
মন্তব্য করুন