স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সমতায় শেষ ম্যানইউ-চেলসির লড়াই

ম্যাচে উত্তেজনা থাকলেও ভালো ফুটবল উপহার দিতে পারে নি কোন দল। ছবি : সংগৃহীত
ম্যাচে উত্তেজনা থাকলেও ভালো ফুটবল উপহার দিতে পারে নি কোন দল। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মহারণ সমতায় শেষ হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন লড়াইয়ের পর ১-১ গোলে সমতা থাকায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল। ইউনাইটেড নতুন কোচ রুবেন আমোরিমের যোগদানের আগে এটি ছিল অন্তর্বর্তীকালীন কোচ রুড ভন নিস্টলরয়ের অধীনে দ্বিতীয় ম্যাচ।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাগে ১০টায় শুরু হওয়া ম্যাচের ৭০তম মিনিটে ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। চেলসির গোলকিপার রবার্ট সানচেজ ইউনাইটেডের ফরোয়ার্ড রাসমুস হোয়লুন্দকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয়, যা থেকে ফার্নান্দেজ সফলভাবে গোল করেন। ফার্নান্দেজের গোলের পর ভ্যান নিস্টলরয় বেঞ্চে উচ্ছ্বাসে ফেটে পড়েন, তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কেবল চার মিনিট পর চেলসির মিডফিল্ডার কাইসেডো বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন, যা চেলসির সমতাসূচক গোল হিসেবে ম্যাচে ফিরিয়ে আনে।

ভ্যান নিস্টলরয়ের অন্তর্বর্তীকালীন কোচিংয়ে ইউনাইটেড খেলোয়াড়দের মধ্যে উজ্জীবন লক্ষ্য করা গেলেও, আজকের ম্যাচের আক্রমণে সৃষ্টিশীলতার অভাব ছিল। রাশফোর্ড প্রথমার্ধে পোস্ট ও বারের সংযোগস্থলে একটি শট মেরে ইউনাইটেডের সম্ভাবনা তৈরি করলেও, দলটি আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে হোয়লুন্দকে ফাউল করায় ইউনাইটেডের পেনাল্টি লাভ হলেও তিনি পুরো ম্যাচে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেননি। এদিকে, ইউনাইটেডের আর্জেন্টাইন তরুণ গারনাচোও কয়েকটি সুযোগ মিস করেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে ফার্নান্দেজের পাস থেকে সরাসরি সানচেজের হাতে শট মেরে সহজ গোলের সুযোগ নষ্ট করেন।

এদিকে সল্প সময়ের জন্য হলেও ইউনাইটেডের কোচ হিসেবে ভ্যান নিস্টলরয় নিজের সময় উপভোগ করছেন এবং তার আবেগী উদযাপনটি ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ফার্নান্দেজের গোলের পর তার উদ্দীপ্ত দৌড়ানো ও সমর্থকদের উদ্দেশে মুষ্টি উঁচিয়ে উদযাপন ছিল দেখার মতো, যা বরখাস্তকৃত কোচ এরিক টেন হাগের শান্ত-সংযত উপস্থিতির চেয়ে আলাদা।

ইউনাইটেড দ্রুত লিড হারানোর জন্য হতাশ হলেও, নতুন কোচ আমোরিমের অধীনে পুনর্গঠনের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক বিরতির পর আমোরিম দায়িত্ব নেবেন, যা ইউনাইটেডের জন্য নতুন যুগের সূচনা আনবে বলে আশাবাদী রেড ডেভিলরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার করতে গিয়ে আটক উপজেলা আ.লীগ সভাপতি

পদ্মা ব্যাংকের ১৩২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

গ্র্যামির মঞ্চে ইজে

নিয়োগ দিচ্ছে এসকেএফ ফার্মা, দ্রুত আবেদন করুন

সীমান্তে বাংলাদেশি কৃষকের ৫ গরু নিয়ে গেল বিএসএফ

যুবদল নেতা বহিষ্কার

বগুড়ায় রক্তস্পন্দন-এর কিউআর কোড কার্যক্রমের উদ্বোধন করলেন ডা. পাভেল

জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

অযত্ন অবহেলায় বেহাল চান্দিনা মিনি স্টেডিয়াম

১০

অনুষ্ঠানে ঘুমিয়ে গেলেন ট্রাম্প, ছবি ভাইরাল

১১

পেসার মালিঙ্গাকে নিয়ে দল ঘোষণা শ্রীলঙ্কার

১২

এটা আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

১৩

সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

১৪

স্বেচ্ছাশ্রমে ৩০ সেতু সংস্কার, প্রশংসায় ভাসছে ‘অদম্য যুবসমাজ’

১৫

ঊন বর্ষায়, দুনো শীত কি সত্যি হবে?

১৬

আবাসিক হোটেলে মিলল কর্মচারীর ঝুলন্ত মরদেহ

১৭

চলন্ত ট্রেনে ঢুকে পড়ল ঈগল, চালক আহত

১৮

অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা কাপুর

১৯

২০২৬ সালে ঈদ ও পূজায় কতদিন ছুটি

২০
X