স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউর নতুন কোচের দলের কাছে বিধ্বস্ত ম্যানসিটি

জয়ের পর কোচকে ঘিরে উল্লাস স্পোর্টিং লিসবনের খেলোয়াড়ের। ছবি : সংগৃহীত
জয়ের পর কোচকে ঘিরে উল্লাস স্পোর্টিং লিসবনের খেলোয়াড়ের। ছবি : সংগৃহীত

আর মাত্র সপ্তাহখানেক পরেই ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিবেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিম। তার আগে পর্তুগালের এই কোচ তার বর্তমান দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হন তার ভবিষ্যৎ ক্লাবের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির। আর এই যাত্রায় নতুন কোচের দলের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ম্যানসিটি।

মঙ্গলবার (৫ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচ রুবেন আমোরিম তার শেষ ঘরের মাঠের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে চমকপ্রদভাবে ৪-১ গোলে পরাজিত করেন, যা সিটির জন্য টানা তৃতীয় পরাজয়। এই হারটি সিটির ২০২০ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় পরাজয় এবং পেপ গার্দিওলার অধীনে এটি দ্বিতীয়বারের মতো একক মৌসুমে টানা তিনটি পরাজয়।

সিটির জন্য রাতটি আরও হতাশাজনক হয়ে ওঠে যখন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি মিস করেন, যা ক্রসবারে লেগে ফিরে আসে।

স্পোর্টিংয়ের সুইডিশ তারকা ভিক্টর গিয়োকারেস তার দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে সিটির পতনের প্রধান কারণ হন। ফিল ফোডেনের শুরুর গোলের পর ৩৮তম মিনিটে সমতা ফিরিয়ে আনেন গিয়োকারেস। দ্বিতীয়ার্ধে দুইবার স্পট কিক থেকে গোল করেন তিনি, প্রথমটি আসে দ্বিতীয়ার্ধের শুরুর মুহূর্তে যখন মাক্সিমিলিয়ানো আরাউজো একটি থ্রু বল ধরে সিটির ডিফেন্স ফাঁকি দিয়ে গোল করেন।

স্পোর্টিংয়ের মিডিয়া বুথে থাকা সদস্যরা জানান, আমোরিমের স্পোর্টিংয়ে থাকার সময় এটি তার সেরা একক পারফরম্যান্সের ম্যাচ ছিল। আমোরিম খেলা শেষে বলেন, ‘এটি ছিল একটি বিশেষ মুহূর্ত, যা বিদায়ের অনুভূতিকে আরও আবেগময় করে তুলেছে। এ জয়ে সবাই আনন্দিত, এবং এটি আমার জন্যও বিশেষ।’

লিসবনের এই অঞ্চলে আশঙ্কা রয়েছে যে টানা সাতটি জয়ের যে ধারাবাহিকতা স্পোর্টিং তৈরি করেছে, সেটি হয়তো আমোরিমের চলে যাওয়ার পর ধরে রাখা কঠিন হবে। তবে এই জয়ের উদযাপন নিয়ে কোনো সংশয় ছিল না।

অন্যদিকে, আমোরিম মজার ছলে মন্তব্য করেন যে এই জয় হয়তো ইউনাইটেড সমর্থকদের মধ্যে তাকে স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে তুলনা করার মতো অনুভূতি এনে দিতে পারে। যদিও এমন তুলনা কিছুটা বাড়াবাড়ি হতে পারে, তবুও এই জয় ইউনাইটেডের প্রতি তার আস্থা বাড়াবে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আমোরিমের চুক্তির পরে গিয়োকারেসের নামটি ইউনাইটেডের সাথে অনেক বেশি সংযুক্ত হয়েছে। ব্রাইটন, সোয়ানসি এবং কভেন্ট্রিতে খেলার পর স্পোর্টিংয়ে এসে তিনি সত্যিকারের তারকায় পরিণত হন। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৬৬টি গোল করেছেন গিয়োকারেস, যার মধ্যে শেষ ছয় ম্যাচে ১২টি গোল রয়েছে।

সিটি কোচ পেপ গার্দিওলা এই মৌসুমকে একটি “সংগ্রামের মৌসুম” বলে পূর্বাভাস দিয়েছিলেন, এবং সেই কথা ইতিমধ্যেই সত্য হতে শুরু করেছে। সিটির ইনজুরির কারণে তরুণ ডিফেন্ডার জাহমাই সিম্পসন-ফুসে প্রথম একাদশে খেলেন, কিন্তু গিয়োকারেসের অভিজ্ঞতা তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়।

এখন গার্দিওলার জন্য প্রয়োজন তার সিনিয়র খেলোয়াড়দের মাঠে প্রভাব রাখা। ফিল ফোডেন তার চতুর্থ গোল করে সিটিকে এগিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দু’টি দ্রুত গোল সিটিকে ম্যাচ থেকে ছিটকে দেয়। হালান্ড পেনাল্টি মিস না করলে সিটির জন্য পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত। তবে এখন গার্দিওলার দল এবং ব্যক্তিগত খেলোয়াড়দেরও ফর্মে ফিরতে হবে, নইলে চলমান মৌসুমে তাদের পথ কঠিন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা

মর্টার শেলের আঘাতে কেঁপে উঠল পুরো এলাকা

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

আকর্ষণীয় দাড়ি চাইলে প্রয়োজন বাড়তি যত্নের, রইল টিপস

নির্বাচন কবে, জার্মানির রাষ্ট্রদূতকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে

পুলিশের সামনে ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেতা

১০

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে, সেনাবাহিনী কেন লক্ষ্যবস্তু?

১১

‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে’

১২

‘ছেলের কথা শুনতে পারলে কলিজাটায় শান্তি লাগতো’

১৩

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

১৪

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

১৫

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

১৬

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

১৭

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

১৮

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

১৯

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

২০
X