স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা দলে জায়গা হয়নি দিবালার, ফিরলেন মার্তিনেজ

দিবালা দলে জায়গা হারালেও ফিরেছেন মার্তিনেজ। ছবি : সংগৃহীত
দিবালা দলে জায়গা হারালেও ফিরেছেন মার্তিনেজ। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নভেম্বরের দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন। ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে এবং ১৯ নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য চোটে থাকার পরেও ক্রিস্টিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো এবং নিকোলাস গনসালেসকেও শেষ পর্যন্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে দলে জায়গা হারিয়েছেন ফরোয়ার্ড পলো দিবালা।

আর্জেন্টিনা দলের ঘোষিত স্কোয়াডে উল্লেখযোগ্য প্রত্যাবর্তন হলো গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের, যিনি কনমেবল কর্তৃক দুই ম্যাচ নিষেধাজ্ঞার পর আবারও দলে ফিরেছেন। এছাড়া নেহুয়েন পেরেজ এবং ভ্যালেনটিন ক্যাস্টেলানোসও স্কোয়াডে ফিরেছেন।

অন্যদিকে, কুটি রোমেরো, লো সেলসো এবং নিকো গনসালেস চোটের কারণে কিছুটা শঙ্কায় থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রয়েছেন। কুটি রোমেরো অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময় ডান পায়ের আঙুলে ব্যথা পেয়েছিলেন, তবে পরীক্ষায় কোনো বড় আঘাত ধরা পড়েনি। লো সেলসোও তার ডান পায়ের কোয়াড্রিসেপসে মায়োটেনডিনাস ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন। জুভেন্টাস ফরোয়ার্ড নিকো গনসালেসও পুনরুদ্ধার শেষে খেলার জন্য প্রস্তুত।

স্কোয়াডে মারকোস আকুনিয়া এবং পাওলো দিবালা নেই। দিবালা ও আকুনিয়া ফুটবলীয় কারণে দল থেকে বাদ পড়েছেন। এদিকে, দিবু মার্টিনেজের উপস্থিতির কারণে আগের স্কোয়াডের হুয়ান মুসো ও জুলিও সোলারকেও এই দলে রাখা হয়নি।

স্কোয়াডে উল্লেখযোগ্য নতুন সংযোজন হলো এঞ্জো ব্যারেনেচিয়া। দুর্বল ভ্যালেন্সিয়ার হয়ে ভাল পারফর্ম করা এই মিডফিল্ডারকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে। অ্যাস্টন ভিলার অন্তর্ভুক্ত এই খেলোয়াড় বর্তমানে স্প্যানিশ ক্লাবে ধারে খেলছেন এবং এই মৌসুমে সাত ম্যাচে একটি গোল করেছেন।

আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ও পেরু ম্যাচের জন্য স্কোয়াডের সম্পূর্ণ তালিকা:

- গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিটেজ (পিএসভি), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)।

- ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেল্লা (রিভার), লিওনার্দো বালর্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), নেহুয়েন পেরেজ (পোর্তো), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস টাগলিয়াফিকো (লিওন)।

- মিডফিল্ডার: এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (রোম), এক্সেকিয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দে পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এঞ্জো ব্যারেনেচিয়া (ভ্যালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুনানোত্তে (লেস্টার), নিকোলাস পাজ (এএস).

- ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (জুভেন্টাস), জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভ্যালেনটিন ক্যাস্টেলানোস (লাজিও)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি

ফেব্রুয়ারিতে নির্বাচন রোধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : নীরব

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার ভিডিও নিয়ে জানা গেল সত্য ঘটনা

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনে স্বতন্ত্র নীতিমালার দাবি

রাতে জামিনে কারামুক্ত হলেন শমী কায়সার

ঢাকায় ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ অনুষ্ঠিত

‘ভোলাগঞ্জ থেকে লুট করা’ পাথর ডেমরায় উদ্ধার

আনুষ্ঠানিকভাবে আলাদা হল ঢাবি-সাত কলেজ

রাতে স্মার্টফোনের আসক্তি সহজেই দূর করুন

গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ : আমিনুল

১০

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

১১

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

১৩

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

১৪

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

১৫

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

১৬

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

১৭

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

১৮

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

১৯

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

২০
X