গত ফেব্রুয়ারিতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল লিওনেল মেসি-ডিয়োগো ম্যারাদেনার দেশের ফুটবল ক্লাব সোল ডি মায়োতে যোগ দিচ্ছেন জামাল ভূঁইয়া। এর পর থেকেই গুঞ্জনের শুরু। দীর্ঘ ৬ মাস ধরে চলা গুঞ্জন সত্য হয়েছে। অবশেষে আর্জেন্টাইন ক্লাব সোল ডি মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ফুটবল ক্লাব সোল ডি মায়ো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি ও বার্তা পোস্ট করে জানিয়ে দেয়, তাদের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া।
সোল ডি মায়ো আরও লিখেন, ‘ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে আর্জেন্টিনাতে স্বাগত জানাই। এটি আমাদের সোল ডি মায়ো পরিবারের কাছে একটি দুর্দান্ত রোমাঞ্চকর মুহূর্ত। আমাদের দলে তার সাফল্য কামনা করি । আমরা আশাবাদী তার উপস্থিতি ক্লাবের ধারাবাহিক উন্নতিতে অবদান রাখবে। আপনি আপনার সমস্ত লক্ষ্য মাঠে অর্জন করুন।’
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে চুক্তিবদ্ধ ছিলেন। দেশের বাইরে ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডান ও ডেনমার্কের লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে জামালের।
তবে কিছুক্ষণ পরেই জামাল ভূঁইয়াকে নিয়ে পোস্টটি মুছে দেয় সোল ডি মায়ো।
মন্তব্য করুন