ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যাশার পারদ উঁচুতে রাখছেন কাবরেরা

বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত

দারুণ খেলেও মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে হার দেখতে হয়েছিল বাংলাদেশের। ফিনিংশের ব্যর্থতায় ১-০ গোলে পরাজয় মেনে নিতে হয় হাভিয়ের কাবরেরার দলের। এমন ব্যর্থতার পর প্রচুর সমালোচনার মুখেও পড়েছে দল। তবে এবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সামনে তারা।

আগামীকাল সন্ধ্যা ৬টায় ম্যাচটিতেও প্রত্যাশার পারদ উঁচুতেই রাখার কথা বলেছেন কোচ কাবরেরা। শুক্রবার (১৫ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রায় ১ বছর ধরে কোনো ধরনের ফুটবলেই ছিল না মালদ্বীপ। অথচ সেই দলের কাছেই ঘরের মাঠে হার দেখতে হয়েছিল তপু বর্মনদের। এবার দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে ইতিবাচক দেখা গেছে পুরো দলকে। কোচের ভাষ্যমতে, ‘বৃহস্পতিবার শারীরিক ও মানসিকভাবে ছেলেদের রিকভারি হয়েছে। আজকের ট্রেনিং সেশন নিয়ে আমরা ইতিবাচক। ছেলেরা শারীরিক ও মানসিকভাবে সতেজ হয়ে উঠেছে। এবারও প্রত্যাশা উঁচুতে, ভরপুর প্রাণশক্তিও আছে। আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি, আশা করি আমরা এবার জিতব।’

প্রথম ম্যাচে ভালো খেলেও হার, খেলোয়াড়দের জন্য কষ্টদায়ক বলে মনে করেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের পরই আমি বলেছিলাম, ভালো ও ইতিবাচক খেলার পরও এমন ফল পাওয়াটা কষ্টদায়ক ছিল। আসলে জয়ের উচ্চাশা ছিল সবার, যেটা আমরা অর্জন করতে পারিনি। এটা মানসিকভাবে খেলোয়াড়দের জন্য কঠিন।’

প্রথম ম্যাচে জেতার মতো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছিল বার বার। প্রতিপক্ষের ডি-বক্সে বল নিয়েও গোল মুখে তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেননি মোরসালিন-রাকিবরা। উল্টো নিজেদের ডিফেন্সেও দুর্বলতার চিত্র দেখা গেছে বার বার। কাবরেরা অবশ্য নিজেদের ভুল-ত্রুটিগুলো চিহ্নিত করতে পেরেছেন। একই সঙ্গে শিষ্যদের কাছে এবার অন্তত একটি গোল চান তিনি, তিনি বলেন, ‘যদি আপনারা প্রথম ম্যাচের দিকে তাকান, দেখবেন, তাদের অর্ধে আমাদের খেলোয়াড়দের উপস্থিতি ভালো ছিল, সুযোগও এসেছিল; কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। কেন আমরা গোল করতে পারিনি, সে ব্যাখ্যা দেওয়া কঠিন। দ্বিতীয় ম্যাচেও আমরা প্রতিপক্ষের বক্সে আগের ম্যাচের মতোই বেশি সংখ্যায় থাকার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি, এবার অন্তত একটা গোল করতে পারব।’

কাবরেরা বিশ্বাস করলেও সেটা মাঠে দেখানোর চ্যালেঞ্জটা মোরসালিন-রাকিবদের জন্যই থাকবে। প্রথম ম্যাচে বেশ কিছু ভুল পাস করেছেন তারা। এবার সেটা শুধরে উঠে জেতার চ্যালেঞ্জ তপুর নেতৃত্বাধীন দলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে কী হয় জেনে নিন

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

ভাত ছেড়ে দিলেই কি ওজন কমবে? যা বলছেন পুষ্টিবিদ

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

‘বিয়ে করলেও সুখী হতাম না’ চিরকুট লিখে প্রাণ দিলেন নাসরিন

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

১৩

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

১৪

টিভিতে আজকের খেলা

১৫

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

১৬

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১৭

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১৮

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৯

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X