ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে দলে ভেড়াতে পিএসজি, বায়ার্নের মতো ইউরোপের জায়ান্ট দলগুলো চোখ রেখেছিল। তবে সবাইকে পিছনে ফেলে টটেনহাম তারকাকে দলে নেয় জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। ইংলিশ তারকার জন্য বায়ার্ন ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে জার্মান ক্লাবটি।
জার্মান সূত্রের বরাতে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, বায়ার্ন মিউনিখ তিনবার ব্যর্থ হয়ে চতুর্থবার ১০ কোটি ইউরো বা (এক হাজার ২০৭ কোটি টাকারও বেশি) বেশি প্রস্তাব দিয়েছিল। বৃহস্পতিবার (১০ আগস্ট) তাতে রাজি হয়েছে টটেনহাম। ফলে হ্যারি কেইন সিদ্ধান্ত নিবেন তিনি বায়ার্নে যাবেন নাকি টটেনহামেই থাকবেন।
কেইন যদি শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখে যায় তাহলে তিনি বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন।
২০২২ সালে বাভারিয়ান ক্লাব ছেড়ে স্পেনের বার্সেলোনায় যোগ দেন পোলিশ গোলমেশিন রবার্ট লেভানদোভস্কি। সেনেগালিজ তারকা স্ট্রাইকার সাদিও মানেকে লিভারপুল থেকে এনে শূন্যতা পূরণের চেস্টা করে বায়ার্ন। তবে একদম শেষ রাউন্ডে গিয়ে টানা ১১তম বুন্দেসলিগা শিরোপা জেতে মিউনিখের দলটি। ফলে নতুন মৌসুমে আক্রমণে ঝড় তুলতে পরীক্ষিত গোলমেশিন দলে ভেড়াতে চায় বায়ার্ন।
ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন স্পার্সদের হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করেন। তিনি ইংল্যান্ড ও টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার।
গত মৌসুম চলাকালে কেইনকে দলে নিতে চেয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজির ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে কেইনের পথ থেকে সরে আসে রিয়াল। এরপর থেকে পিএসজি ও বায়ার্ন ইংলিশ অধিনায়কের জন্য বারবার প্রস্তাব দিয়ে আসছিল।
মন্তব্য করুন