স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-তে পাড়ি জমিয়েছে উসমান দেম্বেলে। সব আনুষ্ঠানিকতা শেষ করে প্যারিসের ক্লাবটিতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার। পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন দেম্বেলে।
শনিবার (১২ আগস্ট) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেম্বেলেকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় ঘোষণা দিয়েছে পিএসজি। বিশ্বকাপজয়ী এই উইঙ্গারকে দলে ভেড়াতে ৫০ দশমিক ৪ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি ৬০৬ কোটি টাকারও বেশি।
২০১৭ সালে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিকল্প হিসেবে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে দেম্বেলে দলে ভেড়ায় বার্সা। সাড়ে ১০ কোটি ইউরোর বিনিময়ে ফরাসি স্ট্রাইকারকে দলে নেয় কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৫ ম্যাচে ৪০টি গোল করেন ফরাসি তারকা।
গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন দেম্বেলে। এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে অন্য কোনো ক্লাব তাকে কিনতে চাইলে ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হতো। তবে ১ আগস্ট রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন থেকে বেড়ে ১০০ মিলিয়ন ইউরো হয়ে যায়। কিন্তু দেম্বেলের সঙ্গে দলবদল প্রক্রিয়াটি ১২ দিন আগেই গোপনে সেরে ফেলে পিএসজি। এমনটায় জানিয়েছে দলবদলের বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো।
উসমান দেম্বেলের ৫০ দশমিক ৪ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে কাতালান ক্লাবের কাছ থেকে কিনে নেয় পিএসজি। পিএসজিতে যোগ দিয়ে দেম্বেলে বলেন, ‘আমি পিএসজিতে যোগ দিয়ে দারুণ খুশি এবং প্যানিসিয়ানদের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছি। আশা করি এখানে আমি নিজেকে মেলে ধরতে পারব এবং ক্লাবের সকল সমর্থকদের গর্বিত করতে পারব।’
মন্তব্য করুন