প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়া নিয়ে ক্লাবের সঙ্গে চরম নাটকীয়তা চলে কিলিয়ান এমবাপ্পের। যার কারণে প্যারিসের ক্লাবটির প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার। তবে মৌসুমের প্রথম ম্যাচে হোম ভেন্যুতে লরিয়েন্টের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর সবচেয়ে বড় তারকাকে মূল দলে ফিরিয়ে এনেছে পিএসজি।
ফরাসি তারকা এমবাপ্পের সঙ্গে লরিয়েন্ট ম্যাচের আগে আলোচনায় বসে পিএসজি কর্তৃপক্ষ। দুই পক্ষের বৈঠকে চুক্তি নবায়নের প্রস্তাবও দিয়েছে প্যারিসের ক্লাবটি। কিন্তু এক বছরের জন্য চুক্তি নবায়ন করবেন কিনা, সে বিষয়ে বিবৃতিতে কিছুই জানায়নি পিএসজি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিতে গত মৌসুমের চ্যাম্পিয়নরা জানিয়েছে, লরিয়েন্ট ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে গঠনমূলক এবং ইতিবাচক আলোচনা হয়েছে। ফরাসি তারকাকে মূল দলে ফিরিয়েছে ক্লাবটি।
২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপ্পের। চুক্তির শেষ পর্যন্ত ফরাসি ক্লাবের সঙ্গে থাকলে বিশাল অঙ্কের বোনাস পাবেন বিশ্বকাপজয়ী তারকা। সেজন্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে প্যারিসেই থাকতে চান তিনি।
এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হয়ে দল ছাড়তে দিতে চায় না পিএসজি। তবে চলতি দলবদলের মৌসুমে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ জোগাড় করতে চায় প্যারিসের ক্লাবটি। তাই কড়া ভাষায় ফরাসি তারকাকে জানিয়েছিল ক্লাব ছাড়তে হবে নাহলে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে। আর এর কোনোটি না করলে পুরো মৌসুম বেঞ্চ হজম করতে হবে। তবে মৌসুমে প্রথম ম্যাচে দুর্বল লরিয়েন্টের বিপক্ষে ড্র করার পরই এমবাপ্পেকে দলের সঙ্গে ফিরিয়েছে পিএসজি কর্তৃপক্ষ।
মন্তব্য করুন