স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আরও চার বছর মাদ্রিদে থাকতে চান আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি এই মৌসুম শেষে ক্লাব ছাড়ার কোনো সিদ্ধান্ত নেননি। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরো সোমবার জানায়, আনচেলত্তি নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন যে, এই মৌসুম যেভাবেই শেষ হোক না কেন, তিনি মাদ্রিদ ছেড়ে চলে যাবেন। তবে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

‘আমি আমার বিদায়ের তারিখ ঠিক করব না,’ বলেন আনচেলত্তি। ‘আমি জানি, সেই দিন আসবেই। তবে কবে আসবে, সেটা আমি জানি না। সেটা হতে পারে আগামীকাল, পরের ম্যাচের পর, এক বছর পর, কিংবা পাঁচ বছর পর।’

আনচেলত্তি আরও বলেন,

‘আমার একটা লক্ষ্য আছে। ফ্লোরেন্তিনো (পেরেজ) এখানে আরও চার বছরের জন্য আছেন। তিনি আমাকে ভালো করে চেনেন। আমার লক্ষ্য হলো এই চার বছর এখানে থাকা এবং একসঙ্গে আমাদের যাত্রা শেষ করা।’

পেরেজ সম্প্রতি রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। আনচেলত্তি বলেন, ‘আমরা একসঙ্গে এই ক্লাব থেকে বিদায় নেব, এবং সেটা হবে অনেক ভালোবাসা ও সম্মানের সঙ্গে।’

বর্তমানে রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে অবস্থান করছে, অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে এবং বার্সেলোনার থেকে সাত পয়েন্ট ব্যবধানে। এই মৌসুমে তারা ইতিমধ্যে দুটি শিরোপা জিতেছে—উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

তবে, তাদের পারফরম্যান্স নিয়ে সমর্থক ও গণমাধ্যমের সমালোচনা থেমে নেই। বিশেষত, বার্সেলোনার কাছে দুইবার বড় ব্যবধানে পরাজিত হওয়া এই সমালোচনার মূল কারণ। অক্টোবরে লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ এবং সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ ব্যবধানে হার রিয়ালের মর্যাদায় আঘাত হেনেছে।

নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের পথচলা এ মৌসুমে সহজ হয়নি। লিল, এসি মিলান এবং লিভারপুলের কাছে হারের পর তাদের নকআউট পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা কঠিন হয়ে দাড়িয়েছে। তবে আনচেলত্তি এখনো আশাবাদী।

‘আমাদের সুযোগ খুবই কম, তবে যেটুকু সুযোগ আছে, তা হলো পরবর্তী দুই ম্যাচ জেতা,’ বলেন আনচেলত্তি। ‘প্লে-অফ রাউন্ডে খেলতে হলেও আমরা সেরাটা দেব। ডিমান্ডিং ক্যালেন্ডারের সঙ্গে আমরা অভ্যস্ত।’

সমালোচনার মধ্যেও আনচেলত্তি ক্লাবে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি এখানে প্রচুর ভালোবাসা অনুভব করি। সমর্থক, ক্লাব এবং এমনকি গণমাধ্যমের পক্ষ থেকেও। কখনো কখনো বিষয়গুলো বাড়িয়ে দেখানো হয়, তবে আমি বাস্তবতা ধরে এগোতে চাই।’

কার্লো আনচেলত্তি তার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে রিয়াল মাদ্রিদের হাল ধরে আছেন। সমালোচনা ও কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও তার লক্ষ্য স্পষ্ট—রিয়ালের সঙ্গে শীর্ষে থাকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা। এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি ও তার দল কতটা ঘুরে দাঁড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

১০

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১১

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১২

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১৩

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৪

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৫

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৬

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

১৭

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

১৮

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

১৯

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

২০
X