স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি চলতি গ্রীষ্মে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যম ওন্ডা সেরোর। একটি প্রতিবেদনে জানানো হয়েছে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের এই অধ্যায় শেষ করতে চলেছেন তিনি, যদিও ক্লাবের সঙ্গে তার চুক্তি ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বিদ্যমান।

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে আনচেলত্তি ক্লাবকে এনে দিয়েছেন একাধিক শিরোপার স্বাদ। তার অধীনে দল জিতেছে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।

এই সাফল্যের মুকুটে আনচেলত্তি নিজেকে ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তার চুক্তি নবায়নের সময় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের খবর শোনা গেলেও তিনি রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নেন।

তবে চলতি মৌসুম শেষে, ট্রফি জিতুক বা না জিতুক, আনচেলত্তি নিজেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। জানা গেছে, স্প্যানিশ রাজধানীতে তিনি প্রতিদিন দারুণ উপভোগ করছেন এবং পুরোপুরি আনন্দিত। তবে তিনি মনে করছেন, এই অধ্যায় গ্রীষ্মেই শেষ হওয়া উচিত।

৬৫ বছর বয়সী এই ইতালীয় কোচ বর্তমানে অবসর নেওয়ার কথা ভাবছেন না। বরং অন্য কোনো দেশে কোচিং ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

যদি আনচেলত্তি সত্যিই ক্লাব ছাড়েন, তাহলে তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বড় নাম উঠে আসছে বায়ার লেভারকুজেনের কোচ এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার জাবি আলোনসোর।

চলতি মৌসুমে দল ভালো শুরু করতে পারেনি এবং দুইটি ক্লাসিকো ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। এ কারণে আনচেলত্তি সমালোচনার মুখে পড়েছেন। তবে সমর্থকদের আশা, মৌসুম শেষে তার এই বিদায়ও স্মরণীয় কোনো অর্জনের সঙ্গে হবে।

আনচেলত্তির এই সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদ ও ফুটবল জগতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার অনন্য সাফল্য ও নেতৃত্বের ছাপ রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন মনে রাখবে। এখন দেখার বিষয় তিনি সত্যিই ক্লাব ছাড়েন কি না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

১০

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

১১

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

১২

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

১৩

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

১৪

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

১৫

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৬

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

১৮

ভূমিকম্পে রাবির হলে ফাটল, শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

১৯

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

২০
X