স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি চলতি গ্রীষ্মে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যম ওন্ডা সেরোর। একটি প্রতিবেদনে জানানো হয়েছে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের এই অধ্যায় শেষ করতে চলেছেন তিনি, যদিও ক্লাবের সঙ্গে তার চুক্তি ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বিদ্যমান।

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে আনচেলত্তি ক্লাবকে এনে দিয়েছেন একাধিক শিরোপার স্বাদ। তার অধীনে দল জিতেছে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।

এই সাফল্যের মুকুটে আনচেলত্তি নিজেকে ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তার চুক্তি নবায়নের সময় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের খবর শোনা গেলেও তিনি রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নেন।

তবে চলতি মৌসুম শেষে, ট্রফি জিতুক বা না জিতুক, আনচেলত্তি নিজেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। জানা গেছে, স্প্যানিশ রাজধানীতে তিনি প্রতিদিন দারুণ উপভোগ করছেন এবং পুরোপুরি আনন্দিত। তবে তিনি মনে করছেন, এই অধ্যায় গ্রীষ্মেই শেষ হওয়া উচিত।

৬৫ বছর বয়সী এই ইতালীয় কোচ বর্তমানে অবসর নেওয়ার কথা ভাবছেন না। বরং অন্য কোনো দেশে কোচিং ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

যদি আনচেলত্তি সত্যিই ক্লাব ছাড়েন, তাহলে তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বড় নাম উঠে আসছে বায়ার লেভারকুজেনের কোচ এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার জাবি আলোনসোর।

চলতি মৌসুমে দল ভালো শুরু করতে পারেনি এবং দুইটি ক্লাসিকো ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। এ কারণে আনচেলত্তি সমালোচনার মুখে পড়েছেন। তবে সমর্থকদের আশা, মৌসুম শেষে তার এই বিদায়ও স্মরণীয় কোনো অর্জনের সঙ্গে হবে।

আনচেলত্তির এই সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদ ও ফুটবল জগতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার অনন্য সাফল্য ও নেতৃত্বের ছাপ রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন মনে রাখবে। এখন দেখার বিষয় তিনি সত্যিই ক্লাব ছাড়েন কি না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলেই কি পিসিবির কাছে ক্ষমা চেয়েছিলেন পাইক্রফট?

কুমিল্লায় ফের বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার 

আজ প্রথম প্রেম মনে করার দিন

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

১০

টানা ৫ দিন বৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

১১

বাকৃবিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

১২

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

১৪

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

১৬

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

১৭

পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি জায়েজ?

১৮

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

১৯

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখলচেষ্টার অভিযোগ

২০
X