শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জটিলতায় দেশের নারী ফুটবল

পিটার বাটলার ও জাতীয় দল অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : বাফুফে
পিটার বাটলার ও জাতীয় দল অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : বাফুফে

কেউ দাবি করছেন নারী ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন। কেউ বলছেন অনুশীলন বয়কটের প্রশ্নই তো আসছে না। মাঠ সংকটের কারণে আপাতত অনুশীলনের সুযোগ নেই। কোন দাবি সঠিক—এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু দেশের নারী ফুটবল যে সংকটে—এটা দিবালোকের মতো পরিষ্কার।

সংকটের সূচনা মঙ্গলবার ডাকা টিম মিটিং থেকে। কোচ পিটার বাটলার মিটিং ডাকলেও তাতে সাড়া দেননি ফুটবলাররা। নারী দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর দেড়টায় মিটিং শুরু করার কথা ছিল। কিন্তু ২টা পর্যন্ত কোনো ফুটবলার কোচের ডাকে সাড়া দিয়ে মিটিংয়ে আসেনি। পরবর্তী সময়ে মিটিং বাতিল করে কোচিং স্টাফরা চলে যান।

ধারণা করা হচ্ছে, নেপাল সাফ চ্যাম্পিয়নশিপে পিটার বাটলারের সঙ্গে ফুটবলারদের যে দূরত্ব তৈরি হয়েছিল, শিরোপা উৎসবে সেটা আড়ালে ছিল বটে কিন্তু শেষ হয়নি। খেলোয়াড়রা নারী দলের প্রধান কোচ হিসেবে পিটার বাটলারকে চাননি—এটা নানা ঘটনায় পরিষ্কার হয়েছে। সেই বাটলারকে প্রধান কোচ করা হয়েছে। মিটিং বর্জন তার প্রতিক্রিয়া কি না, পরিষ্কার নয়। এ বিষয়ে জাতীয় দলের দুই সিনিয়র সদস্য মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকারকে কালবেলার পক্ষ থেকে কল করা হয়েছিল। তাদের কেউ অবশ্য কল রিসিভ করেননি। নারী দলের সেন্টারব্যাক মাসুরা পারভীনকে বার্তা দেওয়া হলে উত্তর দেননি।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছেন, অক্টোবরের পর থেকে বেতন পাননি নারী ফুটবলাররা। তাদের কঠোর অবস্থানে যাওয়ার কারণ যদি হয় বেতন-ভাতা, এ নিয়ে আলোচনা না করে মিটিং বর্জন করাকে বাঁকা চোখে দেখছেন স্থানীয় ফুটবল নিয়ন্তারা। সূত্র আরও জানাচ্ছে, নারী ফুটবলারদের মিটিং বর্জনের কারণ যদি হয় কোচ পিটার বাটলার, তবে কঠোর অবস্থানে যেতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নারী দলের এক কোচিং স্টাফ কালবেলাকে বলেছেন, ‘বাফুফে কর্মকর্তাদের বার্তা পরিষ্কার। কোনো অযৌক্তিক বিষয়কে প্রশ্রয় দেওয়া হবে না। কোচ পিটার বাটলারের অধীনে কারও খেলার বিষয়ে আপত্তি থাকলে প্রয়োজনে তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে অবসারণ করা হবে। কোচ কোচের জায়গায় থাকবেন—এটা পরিষ্কার বার্তা।’

ওই কোচিং স্টাফের যুক্তি হচ্ছে, নেপাল সাফ চ্যাম্পিয়নশিপে কোচ পিটার বাটলার প্রথম ম্যাচে একাধিক সিনিয়র খেলোয়াড়কে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন। ম্যাচের পর এ সংক্রান্ত ক্ষোভ কিন্তু গোপন থাকেনি। সেটা জানার পর কোচ নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। দল শিরোপা নিয়ে ফিরেছে। ওই ঘটনার পর থেকে কোচ কিন্তু সব বিষয়ে ইতিবাচক। সম্প্রতি দেশে আসার পর কোচ ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, অতীতে কী হয়েছে সব বিষয় ভুলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এখন ফুটবলারদের ক্ষোভের কারণ যদি হয় পিটার বাটলারের দায়িত্ব গ্রহণ, তবে সামনে জটিলতা অপেক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

পূর্ব ইয়েমেনের সাইইউন শহরের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১০

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১১

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১২

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৩

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৪

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৮

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৯

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X