স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষোভে রেফারিকে ‘কাপুরুষ’ বললেন মেসি!

রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন মেসি। ছবি : সংগৃহীত
রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ফুটবল মাঠে আগ্রাসী হতে পারেন, তবে এবার তিনি যেন ছাড়িয়ে গেলেন নিজেকেও! ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের প্রথম ম্যাচ শেষে রেফারিকে সরাসরি ‘কাপুরুষ’ বলে আক্রমণ করলেন ইন্টার মায়ামির অধিনায়ক।

চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচটিতে মেসির ইন্টার মায়ামি শুরুটা করেছিল দুর্দান্তভাবে। শুরুতেই গোল করেন টমাস অ্যাভিলেস, কিন্তু কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর ১০ জনের দল নিয়েই লড়াই চালিয়ে যায় মায়ামি, এবং শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ২-২ ড্র নিশ্চিত করে হেরনসরা।

তবে এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন মেসি। অ্যাভিলেসের বিতর্কিত লাল কার্ড, একের পর এক সিদ্ধান্ত মায়ামির বিপক্ষে যাওয়া- এসব নিয়ে জমে থাকা ক্ষোভ ম্যাচ শেষে বিস্ফোরণ ঘটায়!

ফাইনাল হুইসেল বাজার পরপরই মেসি রেফারি আলেক্সিস দা সিলভার মুখোমুখি হন। সেখানে ঠান্ডা মাথায় কথা বলার বদলে ক্ষুব্ধ মেসিকে দেখা যায় রেফারির দিকে তেড়ে যেতে। তিনি চিৎকার করে বলেন, ‘তুমি কাপুরুষ!’

টিওয়াইসি স্পোর্টস এক লিপ-রিডার ব্যবহার করে নিশ্চিত করেছে যে মেসির মুখ থেকে ঠিক এই কথাটিই বের হয়েছিল। তবে এখানেই শেষ নয়, মেসি মুখ ঢেকে আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।

রেফারির সঙ্গে বাদানুবাদ শেষে মেসি আরও একটি বিতর্কে জড়ান। নিউইয়র্ক সিটির সহকারী কোচ নেহদি বালুচির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মেসি তার গলায় হাত রাখেন! ভিডিও ফুটেজে দেখা যায়, বালুচি অবাক হয়ে মেসির দিকে তাকিয়ে ছিলেন, কিন্তু মেসি যেন তাতেও থামতে রাজি ছিলেন না।

৩৭ বছর বয়স হলেও মেসির ভেতরের জয়ের ক্ষুধা এতটুকু কমেনি- এটাই প্রমাণ হলো এই ঘটনায়। ম্যাচের প্রতিটি মুহূর্তকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন, এবং তার দল অন্যায্য কিছু সহ্য করবে- এটা মেনে নেওয়ার মানুষ তিনি নন।

এখন দেখার বিষয়, মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে তিনি কতটা ঠাণ্ডা মাথায় খেলতে পারেন। প্রথম লেগে তুষারঝড়ে একমাত্র গোলটি করেছিলেন মেসি, এবারও কি তেমন কিছু দেখা যাবে? নাকি আগের ম্যাচের উত্তেজনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে? ফুটবলপ্রেমীরা নিঃসন্দেহে সেটাই দেখার অপেক্ষায়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতকে বিদায় জানালেন সুনেরাহ 

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

এগোচ্ছে মার্কিন ‘সামরিক বহর’, যুদ্ধের প্রস্তুতি ইরানের

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে কত জন লড়ছেন?

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

১০

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

১১

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

১২

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

১৩

আঙুর ফল খাওয়া যে ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ

১৪

ঝিনাইদহ-৪ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন, নির্বিকার প্রশাসন

১৫

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

১৬

হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী

১৭

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

১৮

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

১৯

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০
X