স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

লিগের বাধা গুড়িয়ে আদালতে বার্সার বড় জয়

বার্সেলোনার লোগো। ছবি : সংগৃহীত
বার্সেলোনার লোগো। ছবি : সংগৃহীত

ট্রেবল জয়ের অভিযানের মাঝপথে যখন বার্সেলোনার স্বপ্নে ধাক্কা লাগার আশঙ্কা ছিল, তখনই আদালতের রায়ে মিলল স্বস্তির নিশ্বাস। আদালতের জয়গানে বার্সেলোনা শিবিরে ফিরে এলো উচ্ছ্বাস, কারণ দানি ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধন বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয় (সিএসডি)। লা লিগার আপত্তি উপেক্ষা করে মৌসুমের শেষ পর্যন্ত খেলতে পারবেন দুই তারকা।

বার্সেলোনা ফুটবল ক্লাবের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয় (সিএসডি)। বৃহস্পতিবার তাদের দেওয়া রায়ে জানানো হয়েছে, দানি ওলমো ও পাউ ভিক্টরকে মৌসুমের শেষ পর্যন্ত খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। জানুয়ারিতে সাময়িক নিবন্ধন পেয়ে খেলা শুরু করেছিলেন এই দুই খেলোয়াড়।

লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বার্সেলোনার আর্থিক নিয়ম লঙ্ঘন এবং সময়সীমা অতিক্রমের অজুহাতে নিবন্ধন বাতিল করেছিল। তবে সিএসডি তাদের রায়ে জানিয়েছে, খেলোয়াড়দের কাজের অধিকার রয়েছে এবং লা লিগা ও আরএফইএফের যৌথ কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে।

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা রায়ের পর বলেন, ‘ওলমো ও ভিক্টরের নিবন্ধন সঠিকভাবেই করা হয়েছে। আমরা লা লিগা ও ফেডারেশনের সকল নিয়ম মেনে নিবন্ধন করেছি।’

রায়ের পর লা লিগা একটি বিবৃতিতে জানায় যে তারা সিএসডির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তারা অভিযোগ করেছে যে বার্সেলোনা ডিসেম্বরের শেষ সময়সীমার মধ্যে আর্থিক নিয়মাবলী মেনে চলার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, বার্সেলোনা জানুয়ারিতে ভিআইপি আসন বিক্রির মাধ্যমে ১০০ মিলিয়ন ইউরো সংগ্রহ করেছিল, যা আর্থিক নিয়মাবলী পূরণের জন্য যথেষ্ট বলে দাবি করেছিল ক্লাবটি। তবে লা লিগা ও আরএফইএফ যৌথ কমিশন জানায়, নিবন্ধন বাড়ানোর সময়সীমা পেরিয়ে গেছে।

গত গ্রীষ্মে আরবি লাইপজিগ থেকে প্রায় ৬০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেওয়া ওলমো সম্প্রতি অ্যাডাক্টর চোটে ভুগছেন। মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ১৩টি ম্যাচে অংশ নিয়েছেন, যার মধ্যে লা লিগার সাতটি ম্যাচে দুই গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন।

অন্যদিকে, তরুণ স্ট্রাইকার পাও ভিক্টর বদলি খেলোয়াড় হিসেবে মাত্র পাঁচবার মাঠে নেমেছেন। বার্সেলোনার এই জয় ক্লাবের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। তবে লা লিগার আপিল প্রক্রিয়ার কারণে পরিস্থিতি এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X