শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটিতে ডি ব্রুইনার যাত্রা শেষ হচ্ছে এই মৌসুমেই

কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত
কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত

ইত্তিহাদ স্টেডিয়ামে একটি যুগের সমাপ্তি ঘটলো। ম্যানচেস্টার সিটির হয়ে এক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর অবশেষে বিদায় বললেন কেভিন ডি ব্রুইনা! ক্লাবকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ১৬টি শিরোপা এনে দেওয়া এই বেলজিয়ান তারকা ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুম শেষেই সিটিজেনদের সঙ্গে তার পথচলা শেষ হচ্ছে। ফুটবল বিশ্বে সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ডি ব্রুইনার এই সিদ্ধান্ত ম্যান সিটি ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।

শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ডি ব্রুইনা জানিয়েছেন, এই মৌসুমের পর ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাবেন তিনি। ২০১৫ সালে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেওয়ার পর থেকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তার নেতৃত্বে সিটি জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি কারাবাও কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ।

ডি ব্রুইনা তার পোস্টে লিখেছেন,

‘আপনারা এই বার্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কী বলতে যাচ্ছি। সরাসরি বলে দিই—এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটিতে আমার সময় শেষ হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘ফুটবল আমাকে এখানে নিয়ে এসেছে—এই শহর, এই ক্লাব এবং এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। আমি ফিরে পেয়েছি একগাদা শিরোপা, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতি। কিন্তু আমাদের সবার জীবনেই একদিন না একদিন বিদায়ের সময় আসে, আর আমার সেই সময়টা এসে গেছে।’

১০ বছর ধরে সিটির মাঝমাঠের প্রাণভ্রমরা হয়ে থাকা ডি ব্রুইনা এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৪১৩ ম্যাচে মাঠে নেমেছেন, যেখানে করেছেন ১০৬ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৪টি। প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ অ্যাসিস্ট তার নামের পাশে, যেখানে শুধুমাত্র রায়ান গিগসই (১৬২) তার চেয়ে এগিয়ে আছেন।

২০১৯-২০ মৌসুমে ২০টি অ্যাসিস্ট করে থিয়েরি অঁরির সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েন তিনি। একইসঙ্গে, প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ ৮২৬টি সুযোগ সৃষ্টি করেছেন, যা দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ান এরিকসেনের (৫৩২) চেয়ে প্রায় ৩০০ বেশি!

৩৩ বছর বয়সী এই বেলজিয়ান তারকাকে নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। বেশ কিছু ইউরোপিয়ান ক্লাব তাকে পেতে আগ্রহ দেখালেও, সৌদি প্রো লিগ এবং মেজর লিগ সকারে (এমএলএস) তার যাওয়ার সম্ভাবনা বেশি। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

ডি ব্রুইনার বিদায়ের আগে সিটি এখনো লড়াই করছে শিরোপার জন্য। প্রিমিয়ার লিগ হাতছাড়া হলেও তারা এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে। তাই বিদায় বেলায় আরও কিছু শিরোপা জিতে নিজেকে চিরস্মরণীয় করে রাখতে চাইবেন এই কিংবদন্তি মিডফিল্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা 

ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্বপ্ন গড়ার সূতিকাগার

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

গণঅভ্যুত্থান মেহনতি মানুষের কষ্ট লাঘব করেনি : সাইফুল হক 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

এবার পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

বৃষ্টির দেখা নেই, আমন চাষে বিপাকে কৃষক

প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় কারা সুযোগ পাবে, বাছাই হবে যেভাবে

হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল রোগীর অর্ধগলিত লাশ

১০

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

১১

নির্বাচন পেছাতে ‘সংস্কার-বিচারের’ নামে এখনো ষড়যন্ত্র চলছে : আমিনুল হক

১২

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

১৩

সরকার উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

১৪

জুলাই আন্দোলনে শহীদ তিন পরিবারে কান্না থামেনি আজও

১৫

মুজিববাদের কবর দিতে গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই : এ্যানি

১৬

হাইকোর্টে বিচারপতি নিয়োগে নতুন সূচনা

১৭

জুলাই গণঅভ্যুত্থান / একটি বছর পেরিয়ে গেছে, বিচার আজও আসেনি

১৮

জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতির আহ্বান পূজা পরিষদের

১৯

বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, চিন্তা করতে শেখায় না : ড. সলিমুল্লাহ খান

২০
X