স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর হ্যাটট্রিকে প্রথম জয় আল নাসরের

ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিকে আল নাসরকে জয় এনে দিয়েছেন রোনালদো। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিকে আল নাসরকে জয় এনে দিয়েছেন রোনালদো। ছবি : সংগৃহীত

মৌসুমের শুরুতে আরব চ্যাম্পিয়নস কাপ জিতে এ মৌসুমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তবে লিগের প্রথম দুই ম্যাচের পরাজয় সেই ইঙ্গিত অনেকটাই ভুলিয়ে দিয়েছে। প্রথম দুই ম্যাচে গোলহীন সিআরসেভেনকে নিয়েও ছিল ভয়। তবে তৃতীয় ম্যাচে এসে আল নাসর এবং রোনালদো উভয়ই এই ভয় দূর করে দিয়েছে।

সেটা বেশ দাপট দেখিয়েই দূর করেছে আল নাসর। আল ফাতেহর বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাসর। হ্যাটট্রিক করেছেন রোনালদো, বাকি দুই গোল সাদিও মানের।

প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন আল নাসরের সামনে দাঁড়ানো আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে আজকের ম্যাচে রোনালদো-মানেদের বিপক্ষে অসহায় ছিল দলটি। প্রথম থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে আল নাসর। এর মধ্যে ২৭তম মিনিটেই রোনালদো ও মানের দারুণ বোঝাপড়ায় গোল পেয়ে যান মানে।

গোলের জন্য রোনালদোকেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে গোলমুখী শট আর ৩০ মিনিটে হেড লক্ষ্যে না থাকলেও ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পেয়ে যান। সুলতান আল ঘাননামের বাড়ানো বল গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া হেডে জালে জড়িয়ে দেন তিনি। ২০২৩-২৪ মৌসুমের লিগে এটি তার প্রথম গোল

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে রোনালদোকে তার দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুল রহমান ঘারিব। অফসাইডের ফাঁদ ভেঙে ফাতেহ বক্সের দিকে ছুটে যাওয়া ঘারিব শেষ মুহূর্তে বল বাড়ান রোনালদোর দিকে। গোলরক্ষক ঘারিবকে আটকে সামনে চলে যাওয়ায় সহজেই বল জালে পাঠান রোনালদো।

রোনালদোকে অ্যাসিস্ট করা ঘারিব ৮১ মিনিটে সহায়ক হয়ে ওঠেন মানের জন্যও। তার বাড়ানো ক্রস হেডে ডান কোণ দিয়ে জালে পাঠান মানে।

৮৬ মিনিটে মানেকে তুলে নেওয়া হলে হ্যাটট্রিকের সুযোগ ছিল শুধু রোনালদোর সামনে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেটিই কাজে লাগান ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। নওয়াফ বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে যান রোনালদো, তাকে শুধু পা-টাই ছোঁয়াতে হয়েছে।

এটি তার ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

অবশ্য এই বড় জয়েও ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদি ও শেহবাজের প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে অপহরণের ঘটনায় আটক ৩

মার্চ টু যমুনার ঘোষণা হাসনাতের

যুদ্ধবিরতির পর আগামী সপ্তাহেই মাঠে গড়াচ্ছে আইপিএল

বিএনপি নেতা হানিফ ১৫ বছর পর দেশে ফিরলেন

ছোট ভাইয়ের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান

লিটনদের আমিরাত সফরে বাধা নেই

কুমিল্লার সিনিয়র জেল সুপারকে গ্রেপ্তারের হুমকি এডিসির, অডিও ভাইরাল

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

১০

বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত : হাসনাত

১১

চট্টগ্রাম ওয়াসাকে ২৮ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

১২

গণতন্ত্র যাতে কারও হাতে জিম্মি হতে না পারে : আমীর খসরু

১৩

ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নিতে বিএনপি নেতার হুমকি

১৪

‘নান অব আওয়ার বিজনেস’ বলেও মধ্যস্থতায় কেন যুক্তরাষ্ট্র?

১৫

সংবাদ সম্মেলন চলাকালে প্রেস ক্লাবে ছাত্রদল নেতার হামলা

১৬

জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির জসীমউদদীন হল

১৭

একনজরে আজকের ভারত-পাকিস্তান ঘটনাপ্রবাহ

১৮

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

১৯

কেন জরুরি বৈঠক, জানালেন প্রেস সচিব

২০
X