স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর হ্যাটট্রিকে প্রথম জয় আল নাসরের

ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিকে আল নাসরকে জয় এনে দিয়েছেন রোনালদো। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিকে আল নাসরকে জয় এনে দিয়েছেন রোনালদো। ছবি : সংগৃহীত

মৌসুমের শুরুতে আরব চ্যাম্পিয়নস কাপ জিতে এ মৌসুমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তবে লিগের প্রথম দুই ম্যাচের পরাজয় সেই ইঙ্গিত অনেকটাই ভুলিয়ে দিয়েছে। প্রথম দুই ম্যাচে গোলহীন সিআরসেভেনকে নিয়েও ছিল ভয়। তবে তৃতীয় ম্যাচে এসে আল নাসর এবং রোনালদো উভয়ই এই ভয় দূর করে দিয়েছে।

সেটা বেশ দাপট দেখিয়েই দূর করেছে আল নাসর। আল ফাতেহর বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাসর। হ্যাটট্রিক করেছেন রোনালদো, বাকি দুই গোল সাদিও মানের।

প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন আল নাসরের সামনে দাঁড়ানো আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে আজকের ম্যাচে রোনালদো-মানেদের বিপক্ষে অসহায় ছিল দলটি। প্রথম থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে আল নাসর। এর মধ্যে ২৭তম মিনিটেই রোনালদো ও মানের দারুণ বোঝাপড়ায় গোল পেয়ে যান মানে।

গোলের জন্য রোনালদোকেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে গোলমুখী শট আর ৩০ মিনিটে হেড লক্ষ্যে না থাকলেও ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পেয়ে যান। সুলতান আল ঘাননামের বাড়ানো বল গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া হেডে জালে জড়িয়ে দেন তিনি। ২০২৩-২৪ মৌসুমের লিগে এটি তার প্রথম গোল

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে রোনালদোকে তার দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুল রহমান ঘারিব। অফসাইডের ফাঁদ ভেঙে ফাতেহ বক্সের দিকে ছুটে যাওয়া ঘারিব শেষ মুহূর্তে বল বাড়ান রোনালদোর দিকে। গোলরক্ষক ঘারিবকে আটকে সামনে চলে যাওয়ায় সহজেই বল জালে পাঠান রোনালদো।

রোনালদোকে অ্যাসিস্ট করা ঘারিব ৮১ মিনিটে সহায়ক হয়ে ওঠেন মানের জন্যও। তার বাড়ানো ক্রস হেডে ডান কোণ দিয়ে জালে পাঠান মানে।

৮৬ মিনিটে মানেকে তুলে নেওয়া হলে হ্যাটট্রিকের সুযোগ ছিল শুধু রোনালদোর সামনে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেটিই কাজে লাগান ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। নওয়াফ বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে যান রোনালদো, তাকে শুধু পা-টাই ছোঁয়াতে হয়েছে।

এটি তার ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

অবশ্য এই বড় জয়েও ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১০

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১১

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১২

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৩

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

১৪

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

১৫

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

১৬

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

১৭

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

১৮

সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল

১৯

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এমএ মালিক

২০
X