লিওনেল মেসি-ডিয়োগো ম্যারাডোনার দেশের ফুটবলে অভিষেক হয়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োর অধিনায়ক হিসেবেই মাঠে নামেন বাংলাদেশি মিডফিল্ডার।
রোববার (২৭ আগস্ট) রাত ৮টায় আর্জেন্টিনার সোল ডি মায়োর ঘরের মাঠে জার্মিনালের বিপক্ষে অভিষেক হয়েছে জামালের। প্রথম ম্যাচেই দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
গত ২৫ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোল ডি মায়োর হয়ে অভিষেকের কথা জানিয়েছিলেন জামাল। বাংলাদেশ অধিনায়ককে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেয় আর্জেন্টাইন ক্লাবটি। বাংলা ভাষায় বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে দর্শকরা জামালকে স্বাগত জানান। অনেকে ‘ওয়েলকাম জামাল’ লিখে ব্যানার বানিয়েছে।
বাংলাদেশ অধিনায়কের সম্মানার্থে প্রথম ম্যাচটি প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করেছে সোল ডি মায়ো কর্তৃপক্ষ। দেশটিতে অবস্থান করা বাংলাদেশি দর্শকরা গ্যালারিতে উপস্থিত ছিলেন। আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশের পতাকাও উড়তে দেখা গেছে ক্লাবের ইউটিউব লাইভে।
বাংলাদেশের অধিনায়ককে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে সোল ডি মায়ো। অভিষেক ম্যাচে অধিনায়কের দায়িত্ব দিয়েছে জামাল ভূঁইয়াকে। এমনকি নিজের পছন্দের ৬ নম্বর জার্সিও দিয়েছে আর্জেন্টিনার ক্লাবটি। আর্জেন্টিনার গণমাধ্যমের কাছেও বেশ গুরুত্ব পেয়েছে জামালের অভিষেক। তৃতীয় বিভাগ লিগেও মিডিয়ার উপস্থিতি দেখা গেছে।
জামাল ভূঁইয়া ছাড়াও আরও কয়েকজন ফুটবলার দেশের বাইরের লিগে খেলেছেন। এর মধ্যে ১৯৭৫ সালে হংকংয়ের ক্যারোলিন হিল ক্লাবে খেলেছিলেন কাজী সালাউদ্দিন। ইমতিয়াজ সুলতান জনি, শেখ আসলাম, সাব্বির, রুমি, রক্সিরা কলকাতার লিগে খেলেছেন। এ ছাড়া মামুনুল ইসলাম ভারতের আইএসএলের অ্যাটলেটিকো ডি কলকাতায় ডাক পেলেও মাঠে নামতে পারেননি।
মন্তব্য করুন