বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির স্বত্ব পেয়েছে ‘টিকিফাই’। ২৪ মে দুপুর ১২টা থেকে আনলাইনে টিকিট পাওয়া যাবে। বুধবার (২১ মে) সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে টিকিটের মূল্যও।
১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামের ম্যাচের জন্য থাকছে ১০ ক্যাটাগরির টিকিট। হসপিটালিটি বক্সের টিকিট মিলবে ৫০০০ টাকায়। ভিআইপি রেড বক্সের টিকিট মূল্য ৪০০০ হাজার টাকা। ভিআইপি-২, ভিআইপি-৩, স্কাই-ভিউ এবং ক্লাব হাউস-১ টিকিটের মূল্য ২৫৯৯ টাকা করে। ক্লাব হাউস-২ টিকিট মিলবে ২০০০ টাকায়। সাধারণ গ্যালারির আসন সংখ্যা ১৮ হাজার ৩০০। টিকিট মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা করে। অনলাইন থেকে একজন সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন। টিকিট কিনতে হলে নাম, ফোন নম্বর, ই-মেইল আইডি, এনআইডি কার্ড প্রয়োজন হবে।
টিকিফাই ফাউন্ডার ইফতেখার ইফতি জানিয়েছেন, টিকিফাইয়ের মাধ্যমে ৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচের টিকিটও পাওয়া যাবে টিকিফাইতে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিটের একটা অংশ নিজেদের ক্যাম্পেইনের জন্য কিনে নেবে মোবাইল অপারেটিং প্রতিষ্ঠান রবি। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের জন্য ‘সুপার রবিবার’ ক্যাম্পেইন ঘোষণা করেছে রবি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস, কমিটির সদস্য তাজওয়ার আউয়াল টিকিট সংক্রান্ত ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই।’
ভারতের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার পর ঘরের মাঠে এটি হতে যাচ্ছে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। এ ম্যাচ দিয়ে অভিষিক্ত হতে পারেন সামিত সোম ও ফাহমিদুল ইসলামেরও। ২০২১ সালের অক্টোবরে শুরু হওয়া সংস্কার কাজ শেষে নতুন রূপ পাওয়া ঢাকা জাতীয় স্টেডিয়ামে এটিই হতে যাচ্ছে প্রথম ম্যাচ। যাকে ঘিরে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশ-সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।
মন্তব্য করুন