ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাইপের বিপরীতে ক্ষোভ-হতাশা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তৈরি হওয়া হাইপ কাজে লাগাতে পারেনি বাফুফে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তৈরি হওয়া হাইপ কাজে লাগাতে পারেনি বাফুফে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে যে হাইপ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর বিপরীতে টিকিট এবং জার্সি নিয়ে গলদঘর্ম অবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এ সংক্রান্ত আলোচনা-সমালোচনার মধ্যে মঙ্গলবার (২৭ মে) টিকিট বিক্রির জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে দেখা গেল সব ক্যাটাগরিতে ‘সোল্ড-আউট’; যার অর্থ সব বিভাগের টিকিট বিক্রি হয়ে গেছে।

কিন্তু টিকিট নিয়ে গত কয়েকদিন যা হয়ে গেল, তা ছিল অপ্রত্যাশিত। এ নিয়ে দেশের ফুটবলামোদীরা ক্ষুব্ধ। ফুটবল সংক্রান্ত নানা ফেসবুক পেজ এবং সমর্থকদের প্রোফাইলে যার বহিঃপ্রকাশ ঘটেছে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের জেনারেল সেক্রেটারি মো. শাহাদাত হোসেন (যুবায়ের) সোমবার রাত ১১টা ৩৯ মিনিটে ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশি ফুটবল সমর্থকদের আবেগ নিয়ে খেলছে টিকিফাই ও বাফুফে! অতিরিক্ত খেলতে চাইলে কিন্তু ফল খারাপ হতে পারে! কাজেই সময় থাকতেই সমস্যার সমাধান জরুরি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রি থেকে এবার রেকর্ড আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটা অনুসরণ করে বাফুফে টিকিট বিক্রির বিষয়টা মসৃণ করতে পারত। হামজা চৌধুরী-সামিত সোমদের কল্যাণে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে যে হাইপ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে বাফুফে কি আদৌ প্রস্তুত ছিল? এ প্রশ্নের উত্তরে বাফুফের দায়িত্বশীলরা কোনো মন্তব্য করতে চাননি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ম্যাচকে ঘিরে তৈরি হওয়া হাইপ কাজে লাগানো কিংবা দর্শকদের মসৃণভাবে গ্যালারিতে টানার চেয়ে প্রাধান্য পেয়েছে বাফুফে কর্মকর্তাদের ব্যবসায়িক দিক। টিকিট বিক্রির জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই টিকিফাই দেশের ক্রীড়াঙ্গনে মোটেও পরিচিত কোনো প্রতিষ্ঠান নয়। কী কারণে তাদের দায়িত্ব দেওয়া হলো? বাফুফের এক কর্মকর্তা কালবেলাকে বলছিলেন, ‘বাফুফের প্রভাবশালী এক কর্মকর্তা হয়তো এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তার ব্যবসায়িক দিক দেখতে গিয়ে টিকিট ইস্যুতে বাফুফের ইমেজ ক্ষুণ্ন হয়েছে, যা খুবই দুঃখজনক।’

গত শনিবার দুপুর ১২টা থেকে অনলাইনে আনুষ্ঠানিক টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৪৩ মিনিটে আগে বাফুফে এক বার্তায় জানায়, দুপুর ১২টার পরিবর্তে রাত ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু ওই সময়েও দর্শকরা টিকিট কিনতে পারছিলেন না। রাত ১১টা ২০ মিনিটে আরেক বার্তায় বাফুফে জানিয়েছে, ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগির জানানো হবে।’

এভাবে ফুটবলামোদীদের টিকিট সংক্রান্ত দুর্ভোগ চরমে নিয়ে যাওয়া হয়েছিল।

টিকিট সংক্রান্ত সার্কাসের আগে জার্সি নিয়েও সমর্থকরা খুশি হতে পারেননি। আনিসুর রহমান রাজু নামে এক ফুটবল সমর্থক দীর্ঘ স্ট্যাটাসে হতাশা প্রকাশ করেন। যার একটা অংশে লেখা হয়েছে, ‘জাতীয় দলের জার্সি শুধু একটি পোশাক নয়, এটি একটি পরিচয়, আবেগ। এটি ১৮ কোটি মানুষের আত্মিক সংযোগের প্রতীক। যেখানে থাকা উচিত ছিল আমাদের ইতিহাস, সংস্কৃতি ও লড়াকু মনোভাবের ছাপ। জার্সি তা তুলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ময়মনসিংহে ট্রেনে আগুন

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

১১

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১২

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

১৩

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

১৫

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১৬

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

১৭

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

১৮

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

১৯

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

২০
X