বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাই এবং ভুটানের বিপক্ষে ৪ জুনের প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবলের নতুন তিন মুখ—হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহামিদুল ইসলাম।
ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন মিডফিল্ডার হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশ দলের হয়ে অভিষিক্ত হয়েছেন। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিত সোম-এর সব প্রক্রিয়াও সম্পন্ন, তাকেও দেখা যেতে পারে লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো। ইতালির লিগে খেলা তরুণ ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম বর্তমানে রয়েছেন ঢাকায়, প্রস্তুতি নিচ্ছেন দেশের হয়ে অভিষেকের জন্য।
৩০ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে ইতোমধ্যে যোগ দিয়েছেন ফাহামিদুল। আজ সকালে ইতালির রোম থেকে সরাসরি ঢাকা পৌঁছান তিনি। হামজা ঢাকায় আসবেন ২ বা ৩ জুনের মধ্যে, আর সামিতের পৌঁছানোর কথা ৪ জুন।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সুমন রেজা। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের স্কোয়াডে থাকা চন্দন রায় বাদ পড়েছেন এবারের প্রাথমিক দল থেকে।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিট যেন সোনার হরিণ। মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ—সবকিছু ব্যবহার করেও অনেকেই টিকিট কিনতে পারেননি। এরইমধ্যে টিকিটিং পার্টনার টিকিফাই জানিয়েছে, ‘টিকিট সেলস ক্লোজড’—অর্থাৎ বিক্রি শেষ।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড (২৬ জন)
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ
রক্ষণভাগ: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম
আক্রমণভাগ: ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন সুমন রেজা
তিন প্রবাসী ফুটবলারের আগমন এবং ঘরোয়া তারকাদের সমন্বয়ে সাজানো এই স্কোয়াড নতুন স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের। এখন দেখার পালা, মাঠে সেই স্বপ্ন কতটা বাস্তব হয়।
মন্তব্য করুন