স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালকে হারিয়ে সেরা উদীয়মান ফুটবলার হলেন পিএসজির দুয়ে

দুয়ে ও ইয়ামাল। ছবি : সংগৃহীত
দুয়ে ও ইয়ামাল। ছবি : সংগৃহীত

ইউরোপ সেরার মঞ্চে ব্যক্তিগত নৈপুণ্যের এক চমক দেখিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-র তরুণ উইঙ্গার দেজিরে দুয়ে জিতে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ‘সিজনের সেরা তরুণ ফুটবলার’ এর সম্মাননা। বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামালকে পেছনে ফেলেই এই পুরস্কার উঠেছে ১৯ বছর বয়সী দুয়ের হাতে।

শনিবার (৩১ মে) রাতে মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেয় পিএসজি। আর সেই ম্যাচেই দুয়ে ছিলেন নায়ক।

তিনি প্রথম গোলটি বানিয়ে দেন আচরাফ হাকিমির জন্য, এরপর নিজেই করেন জোড়া গোল। মাঠের প্রতিটি জায়গায় ছিল তার দাপট, যা শেষ পর্যন্ত তাকে এনে দেয় তরুণদের মধ্যে সেরার স্বীকৃতি।

দুয়ে ও ইয়ামাল — দু’জনই এই মুহূর্তে বিশ্ব ফুটবলের দুই সবচেয়ে প্রতিভাবান কিশোর ফুটবলার হিসেবে বিবেচিত। দু’জনই চ্যাম্পিয়ন্স লিগের ‘টিম অফ দ্য সিজন’-এ জায়গা পেয়েছেন, কিন্তু আলাদা হয়েছেন পুরস্কারের দৌড়ে।

সিজনের সেরা খেলোয়াড় ডেম্বেলে

অন্যদিকে, পিএসজির আরেক ফরাসি তারকা উসমান ডেম্বেলে হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সিজনের সেরা খেলোয়াড়। মৌসুমের শুরুতে শৃঙ্খলাজনিত কারণে এক ম্যাচে বাদ পড়েছিলেন, কিন্তু এরপর নিজেকে চমৎকারভাবে ফিরে এনে আটটি গোল করেছেন ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টে।

ফাইনালে গোল না পেলেও, ডেম্বেলের কর্মনিষ্ঠতা এবং নেতৃত্বগুণে মুগ্ধ কোচ লুইস এনরিকে বলেন, ‘আমি ব্যালন ডি’অর ডেম্বেলেকে দিতাম। ওর আজকের রক্ষণে ভূমিকা অসাধারণ ছিল। গোল, ট্রফি, নেতৃত্ব, প্রেসিং—সব দিক থেকেই সে অসাধারণ এক নেতা।’

পিএসজির দাপট, ইন্টার হতাশ

পিএসজি দলীয় সাফল্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে ‘টিম অফ দ্য সিজন’-এ। ফরাসি ক্লাবের মোট সাতজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এই দলে। সেখানে ইন্টার মিলান, যাদের ফাইনালে এমন লজ্জাজনক পরাজয়, পেয়েছে মাত্র একজন—ডিফেন্ডার বাস্তোনি।

চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪–২৫: সিজনের সেরা একাদশ

গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুমা (পিএসজি)

রক্ষণভাগ: আচরাফ হাকিমি (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার), নুনো মেন্ডেস (পিএসজি)

মধ্যমাঠ: ভিতিনহা (পিএসজি), ডেক্লান রাইস (আর্সেনাল)

আক্রমণভাগ: লামিন ইয়ামাল (বার্সেলোনা), দেজিরে দুয়ে (পিএসজি), উসমান ডেম্বেলে (পিএসজি), রাফিনিয়া (বার্সেলোনা)

দুর্দান্ত এক মৌসুম শেষ করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে পিএসজি। ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল দুয়ে-ডেম্বেলেরা নিজেদের গৌরবময় অধ্যায়ে যুক্ত করলেন নতুন পালক। ইউরোপের ফুটবল মানচিত্রে এবার সত্যিই লেখা হলো নতুন ইতিহাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস, নতুন আশঙ্কা 

অনুকূল পরিবেশ হারাচ্ছে প্রকৃতির বন্ধু ফড়িং

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক রহমানসহ সব আসামির খালাসের রায় বহাল

যে ফল খেলে অধিকাংশ রোগ দূরে থাকবে

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক দোকান

জাতির ক্লান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে : আজাদ

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় অভিনেতা গ্রেপ্তার

অ্যানার্জি ড্রিংক ১৬ বছরের কম বয়সীদের জন্য নয়

১০

ঘন ঘন জ্বর কিংবা হঠাৎ ওজন কমে যাওয়া কি ক্যানসারের লক্ষণ?

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন বার্তা

১২

জলবায়ু পরিকল্পনা জমা দিতে গড়িমসি, ঝুঁকিতে প্যারিস চুক্তি

১৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় আজ

১৪

অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

১৫

শিশু অপহরণকারী সন্দেহে আটক, পরে জানা গেল ‘শুটার’ রিয়াজ

১৬

আজ রেকর্ড দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত?

১৭

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

১৮

লিবসনে ফুনিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

২০
X