সৌদি সুপার কাপে আরেকটি শিরোপা হাতছাড়া করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নাটকীয় ম্যাচে আল-আহলির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে পরাজিত হয়েছে আল-নাসর। ফলে সৌদি আরবে আসার পর থেকে শিরোপার খরা আর কাটল না পর্তুগিজ মহাতারকার।
জর্জ জেসুসের শিষ্যরা ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ছিল। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমদিকে গোল আসছিল না। অবশেষে প্রথমার্ধের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। শান্তভাবে বল জালে পাঠিয়ে তিনি পৌঁছে যান আরেকটি মাইলফলকে—আল-নাসরের হয়ে তার শততম গোল। এ নিয়ে রোনালদোই বিশ্বের একমাত্র ফুটবলার, যিনি পাঁচটি ভিন্ন দলের হয়ে ১০০+ গোল করেছেন (ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল-নাসর ও পর্তুগাল)।
তবে লিড বেশিক্ষণ টেকেনি। বিরতির আগে দুর্দান্ত শটে সমতা ফেরান ফ্র্যাঙ্ক কেসি। দ্বিতীয়ার্ধেও নাটক চলতে থাকে। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচ গোল করে আবারও আল-নাসরকে এগিয়ে দেন। মনে হচ্ছিল, এ বার হয়তো ট্রফি জিতেই মাঠ ছাড়বেন রোনালদোরা। কিন্তু শেষ মুহূর্তে কর্নার থেকে রজার ইবানেজের হেডে সমতায় ফেরে আল-আহলি।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন আল-আহলির গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডি। আল-নাসরের মিডফিল্ডার আবদুল্লাহ আল-খাইবারির শট ঠেকিয়ে দিয়ে শিরোপা তুলে নেন আল-আহলি।
রোনালদো ম্যাচে গোল করলেও দলের হয়ে দ্বিতীয় ট্রফির স্বাদ পেলেন না। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জেতার পর থেকে একের পর এক ফাইনাল খেলেও শিরোপা জয়ের হাসি ফোটাতে পারছেন না ৪০ বছর বয়সী তারকা।
মন্তব্য করুন