সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খেলার মাঠেই মৃত্যু ফুটবল কোচের

ম্লাদেন জিজোভিচ। ছবি : সংগৃহীত
ম্লাদেন জিজোভিচ। ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে প্রতিদিনই দেখা যায় আনন্দ, উত্তেজনা, জয়ের উল্লাস। কিন্তু সোমবার সার্বিয়ার এক স্টেডিয়ামে সেই ফুটবল মাঠই হয়ে উঠেছিল এক নিঃশব্দ শোকস্তম্ভে। ম্যাচ চলাকালীন হঠাৎই লুটিয়ে পড়লেন এফকে রাদনিজকি ১৯২৩-এর কোচ ম্লাদেন জিজোভিচ। কয়েক মুহূর্ত পরই হাসপাতালে নেওয়ার পথে থেমে যায় তার জীবনযাত্রা। খবরটা পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন দুই দলের খেলোয়াড়রা— মাঠজুড়ে নেমে আসে গভীর শোক।

সার্বিয়ান সুপারলিগার সোমবারের ম্যাচে ম্লাদোস্ত লুসানির বিপক্ষে দলকে পরিচালনা করছিলেন জিজোভিচ। ম্যাচের মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠের পাশে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর স্টেডিয়ামে পৌঁছায় তার মৃত্যুর খবর—অবস্থাটা বোঝার সঙ্গে সঙ্গেই খেলোয়াড়রা মাটিতে বসে পড়েন, কেউ কাঁদতে থাকেন, কেউবা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন শূন্যে। এরপরই প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

৪৪ বছর বয়সী এই কোচ মাত্র দুই সপ্তাহ আগেই, গত ২৩ অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন রাদনিজকি ১৯২৩-এর প্রধান কোচ হিসেবে। তার মৃত্যুতে ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা হারালাম শুধু একজন অসাধারণ কোচকেই নয়, বরং এক মহান মানুষ, বন্ধু ও ক্রীড়াসত্তার প্রতীককে। তার জ্ঞান, উদ্যম ও মানবিকতায় তিনি আমাদের হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছেন।’

বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল ফেডারেশনও শোক প্রকাশ করে লিখেছে, ‘আমাদের ফুটবল সমাজ হারাল এক প্রকৃত পেশাদারকে। তার আকস্মিক মৃত্যু বসনিয়ান ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

খেলোয়াড়ি জীবনে জিজোভিচ ছিলেন বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় দলের ফুটবলার। ক্লাব পর্যায়ে খেলেছেন দেশের শীর্ষ ক্লাবগুলোতে—এইচএসকে জ্রিনস্কি মোস্তার, এফকে রাদনিক বিজেলজিনা এবং এফকে বোরাক বান্যা লুকায়। খেলার জার্সি তুলে রাখার পর নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন কোচিং পেশায়, দেশের ভেতর ও বাইরে একাধিক ক্লাব পরিচালনা করেছেন তিনি।

সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএসএস) জানায়, ‘তোমার ফুটবলের প্রতি ভালোবাসা, মাঠে রেখে যাওয়া দাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

দেশটির শীর্ষ ক্লাব রেড স্টার বেলগ্রেডও শোকবার্তা দিয়ে জানিয়েছে, ‘আমাদের গভীর সমবেদনা রইল জিজোভিচের পরিবার, সহকর্মী ও সমর্থকদের প্রতি।’

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফুটবলের মাঝেই ছিলেন ম্লাদেন জিজোভিচ। ঠিক যেন মাঠই হয়ে উঠেছিল তার জীবনের মঞ্চ— যেখানেই তিনি থেমে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অবিনশ্বর স্মৃতি, এক অনন্ত শূন্যতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১০

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১১

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১২

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৩

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৪

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৬

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৮

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৯

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

২০
X