কাতার বিশ্বকাপের ব্যর্থতার দায়ে কোচ তিতের বরখাস্ত হওয়ার পর থেকে কোচবিহীন আছে ব্রাজিল ফুটবল দল। তবে ব্রাজিলের গণমাধ্যমের খবর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ। তবে এদিকে আনচেলত্তি জানিয়ে দিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে করা চুক্তি সম্পন্ন করতে চান। তাই ব্রাজিল কোচ হওয়ার প্রস্তাব পেয়েও না করে দিয়েছিলেন। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আনচেলত্তিকেই চায়।
তাই এখনো অন্য কোনো কোচের দিকে নজর দিচ্ছে না সিবিএফ। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজের বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম জানায়, সিবিএফ এখনো আনচেলত্তিকে পাওয়ার আশা থেকে সরে আসেনি। এখন প্রশ্ন আসতে পারে কেন ব্রাজিল অন্য কোচের দিকে যাচ্ছে না।
বার্সেলোনায় শনিবার (১৭ জুন) রাতে ব্রাজিল-গিনি প্রীতি ম্যাচ শেষে বিষয়টি একটু পরিষ্কার হয়। আনচেলত্তিকে নিয়ে ম্যাচের পর কথা বলেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালে কোচের পাশাপাশি ব্রাজিলের সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’ ও ‘ল্যান্স’ জানিয়েছে, আনচেলত্তিকে কোচ বানানোর আলোচনায় অগ্রগতি দেখছে ব্রাজিল।
চলতি মাসের শেষের দিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ নিয়ে বিবৃতিতে বিষয়টি পরিষ্কার হবে বলে দাবি করে সংবাদমাধ্যম ‘ল্যান্স’। স্থায়ী কোচ খোঁজার প্রক্রিয়ায় সিবিএফ কাকে কোচ করে আনবে, কিংবা এ বিষয়ে লক্ষ্য কী হবে, সেসব জানানো হবে বিবৃতিতে। তবে এই প্রক্রিয়ায় আনচেলত্তি রাজি হলেও তাকে এই বছর পাওয়া যাবে না। বিখ্যাত এই ইতালিয়ান কোচ রাজি হলে তাকে ২০২৪ সাল থেকে পাবে ব্রাজিল দল।
‘ল্যান্স’-এর আগে জানিয়েছিল, রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করতে রাজি সিবিএফ। সভাপতি এদনালদো রদ্রিগেজ এখন ইউরোপ সফরে আছেন। রিয়াল কোচের সঙ্গে এখনো মুখোমুখি আলোচনায় বসেননি রদ্রিগেজ। সূত্রের বরাত দিয়ে ল্যান্স জানিয়েছে, সিবিএফ সভাপতির লক্ষ্য হতে পারে ২০২৪ সালে ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার জন্য কার্লো আনচেলত্তিকে আপাতত মৌখিকভাবে হলেও রাজি করানো।
তবে আপাতত ব্রাজিলের ভাবনা থাকবে নিজেদের আসন্ন ম্যাচ নিয়ে। গিনিকে হারানোর পর ব্রাজিলের সামনে এখন আফ্রিকার অন্যতম সেরা দল সেনেগাল। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় লিসবনে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল।
মন্তব্য করুন