শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে রিয়াল

জাবি আলোনসো। ছবি : সংগৃহীত
জাবি আলোনসো। ছবি : সংগৃহীত

লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে ২-০ ব্যবধানে হারের পর রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। এ পরিস্থিতিতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পরিচালনা পর্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানিয়েছে ক্লাবঘনিষ্ঠ সূত্র।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববারের ওই হারকে ক্লাব বোর্ড ‘উদ্বেগজনক পশ্চাদপসরণ’ হিসেবে দেখছে। বিশেষ করে এর আগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়ার পর এমন পারফরম্যান্সে হতাশ রিয়াল কর্তারা। এই বৈঠকে আলোচনায় আসে দলটির সাম্প্রতিক বাজে ফর্ম এবং সামনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।

এই হারের ফলে লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল। আরও চিন্তার বিষয়, শেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে আলোনসোর দল। ফলে কোচ হিসেবে তার ওপর চাপ ক্রমেই বাড়ছে।

ক্লাব সূত্রে জানা গেছে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটিকে আলোনসোর ভবিষ্যতের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন বোর্ড সদস্যরা। ওই ম্যাচের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করবে তার ভবিষ্যৎ।

বিকল্প কোচ হিসেবেও কয়েকটি নাম আলোচনায় উঠে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত জিনেদিন জিদান, যিনি রিয়াল ছাড়ার পর আর কোনো দল কোচিং করাননি। অন্য সম্ভাব্য নাম আলভারো আরবেলোয়া, যিনি বর্তমানে ক্লাবের ‘কাস্তিয়া’ দল পরিচালনা করছেন।

ড্রেসিংরুমের অবস্থা নিয়েও উদ্বিগ্ন রিয়াল বোর্ড। ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন এখনো ঝুলে থাকা, জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দের পারফরম্যান্সে ওঠানামা—এসব বিষয় আলোচনা হয়েছে বৈঠকে। বোর্ডের ধারণা, স্কোয়াড ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে।

ড্রেসিংরুম–ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পরিস্থিতির দায় খেলোয়াড় ও কোচ—উভয়েই ভাগাভাগি করে নিচ্ছেন। অনেক ফুটবলার আলোনসো ও তার টেকনিক্যাল স্টাফদের পদ্ধতি পুরোপুরি বুঝতে পারছেন না বলেও গুঞ্জন রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের প্রতি আলোনসোর অতিরিক্ত নমনীয় মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে।

দলের নেতৃত্ব সংকটও আলোচনায় এসেছে। লুকা মদরিচ, লুকাস ভাসকেস চলে যাওয়া ও ইনজুরিতে থাকা দানি কারভাহালের অনুপস্থিতিতে মাঠে নেতৃত্বের অভাব স্পষ্ট হয়ে উঠছে।

এই সংকটের মধ্যেই নতুন ধাক্কা পেয়েছে রিয়াল। ডিফেন্ডার এদের মিলিতাও বাঁ পায়ের গুরুতর ইনজুরিতে অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকছেন। পরীক্ষায় তার বাইসেপস ফেমোরিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ব্রাজিল তারকাকে সেল্টার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়।

সব মিলিয়ে ইনজুরি, বাজে ফর্ম ও ড্রেসিংরুমের অস্থিরতায় চাপের মুখে জাবি আলোনসো। এখন ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচই নির্ধারণ করে দিতে পারে রিয়াল মাদ্রিদ বেঞ্চের ভবিষ্যৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১০

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১১

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১২

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৩

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৪

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৫

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৬

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৭

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৮

এই আলো কি সেই মেয়েটিই

১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

২০
X