স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৫:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৫:০৩ এএম
অনলাইন সংস্করণ

বুমরার নতুন উদযাপনে রাশফোর্ডের ছোঁয়া

রাশফোর্ডের চিরচেনা সেলিব্রেশন অনুকরণ করলেন বুমরা। ছবি: সংগৃহীত
রাশফোর্ডের চিরচেনা সেলিব্রেশন অনুকরণ করলেন বুমরা। ছবি: সংগৃহীত

ক্রিকেটার হোক বা ফুটবলার ক্রীড়াজগতে সবারই আলাদা আলাদা উদযাপন থাকে। কেউ নিজের থেকে সেলিব্রেশনের স্টাইল তৈরি করেন, আবার কেউ কেউ জনপ্রিয় কোনও তারকার সেলিব্রেশন নকল করেন। যেমন: ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ যেমন উইকেট শিকারের পর ট্রেডমার্ক ‘সিউ’ সেলিব্রেশন করে বুঝিয়ে দেন, তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত। এবার নতুন বলে সিরাজের সঙ্গী যশপ্রীত বুমরাকেও সে রকম কিছু করতে দেখা গেল।

দিল্লিতে বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ইব্রাহিম জাদরানকে আউট করার পর দুচোখ বন্ধ করে মাথায় আঙুল (তর্জনী) রাখেন বুমরা। এই উদ্‌যাপনটা ফুটবল যারা অনুসরণ করেন তাদের চেনার কথা। এটি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের ট্রেডমার্ক সেলিব্রেশন। রোনালদোর ‘সিউ’, কিলিয়ান এমবাপ্পের ‘আর্ম ফোল্ড’–এর মতো রাশফোর্ডের উদ্‌যাপনেরও একটা নাম আছে—‘টেম্পল পয়েন্ট’। বুমরা আজকের সেলিব্রেশনে রাশফোর্ডকেই অনুকরণ করেছেন।

২০২১–২২ মৌসুমে দলের মতো রাশফোর্ডের সময়টাও বাজে গেছে। কিন্তু দল ম্যানচেস্টার ইউনাইটেডের মতো তিনিও ফিরে এসেছিলেন ২০২২-২৩ মৌসুমে। নিজে করেছেন ৩০ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর পর থেকে ‘টেম্পল পয়েন্ট’ উদ্‌যাপন করে আসছেন রাশফোর্ড। মূলত এর মাধ্যমে তিনি মানসিক স্বাস্থ্যকে ইঙ্গিত করেন। যা দেখে বিশ্বের অনেক ক্রীড়া ব্যক্তিত্ব তাঁর সেলিব্রেশন অনুকরণ করেছিলেন, এবার সেটা এলো ক্রিকেটেও, যশপ্রীত বুমরার হাত ধরে।

বুমরার গল্পটা একই ধরনের না হলেও কিছুটা মিল তো আছেই। পিঠের চোটে প্রায় ১১ মাস মাঠে বাইরে ছিলেন বুমরা। গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩২৭ দিন পর ভারতীয় দলে ফিরেই হয়েছিলেন ম্যাচসেরা। সর্বশেষ এশিয়া কাপেও ভালো করেছেন। ছন্দটা ধরে রেখেছেন বিশ্বকাপেও। চেন্নাইয়ে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ের দিনে ২ উইকেট নিয়েছিলেন বুমরা। দিল্লিতে আজ আফগানদের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। তবে রাশফোর্ডের উদ্‌যাপন অনুকরণ করেছেন প্রথম উইকেটটি পাওয়ার পর।

প্রশ্ন উঠতে পারে, এত ফুটবলার থাকতে রাশফোর্ডের উদ্‌যাপনকেই কেন অনুকরণ করতে গেলেন বুমরা? ভারতীয় গতি তারকার ফুটবলপ্রেম সম্পর্কে অনেকেরই কমবেশি জানা। ক্লাব ফুটবলে তিনি রাশফোর্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত। ২০২১ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় রেড ডেভিলদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গিয়েছিলেন। তাঁকে সে সময় জার্সিও উপহার দিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষাদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি বানাচ্ছে’ আইসিসি!

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জানুয়ারি

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

১২৩ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

১০

ভেনেজুয়েলায় আরও হামলার হুমকি দিলেন ট্রাম্প

১১

সাবেক পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে

১২

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের বিজ্ঞপ্তিতে যা বলা আছে

১৩

বিয়ের আগেই রোম ঘুরে এলেন বিজয়-রাশমিকা

১৪

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

১৫

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল, স্কুল ফটকে বিক্ষোভ-আগুন

১৬

ধামরাইয়ে হঠাৎ উধাও এলপিজি

১৭

গাছ কি ঘরের বাতাস শুদ্ধ করতে পারে

১৮

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

১৯

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

২০
X