স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৫:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৫:০৩ এএম
অনলাইন সংস্করণ

বুমরার নতুন উদযাপনে রাশফোর্ডের ছোঁয়া

রাশফোর্ডের চিরচেনা সেলিব্রেশন অনুকরণ করলেন বুমরা। ছবি: সংগৃহীত
রাশফোর্ডের চিরচেনা সেলিব্রেশন অনুকরণ করলেন বুমরা। ছবি: সংগৃহীত

ক্রিকেটার হোক বা ফুটবলার ক্রীড়াজগতে সবারই আলাদা আলাদা উদযাপন থাকে। কেউ নিজের থেকে সেলিব্রেশনের স্টাইল তৈরি করেন, আবার কেউ কেউ জনপ্রিয় কোনও তারকার সেলিব্রেশন নকল করেন। যেমন: ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ যেমন উইকেট শিকারের পর ট্রেডমার্ক ‘সিউ’ সেলিব্রেশন করে বুঝিয়ে দেন, তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত। এবার নতুন বলে সিরাজের সঙ্গী যশপ্রীত বুমরাকেও সে রকম কিছু করতে দেখা গেল।

দিল্লিতে বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ইব্রাহিম জাদরানকে আউট করার পর দুচোখ বন্ধ করে মাথায় আঙুল (তর্জনী) রাখেন বুমরা। এই উদ্‌যাপনটা ফুটবল যারা অনুসরণ করেন তাদের চেনার কথা। এটি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের ট্রেডমার্ক সেলিব্রেশন। রোনালদোর ‘সিউ’, কিলিয়ান এমবাপ্পের ‘আর্ম ফোল্ড’–এর মতো রাশফোর্ডের উদ্‌যাপনেরও একটা নাম আছে—‘টেম্পল পয়েন্ট’। বুমরা আজকের সেলিব্রেশনে রাশফোর্ডকেই অনুকরণ করেছেন।

২০২১–২২ মৌসুমে দলের মতো রাশফোর্ডের সময়টাও বাজে গেছে। কিন্তু দল ম্যানচেস্টার ইউনাইটেডের মতো তিনিও ফিরে এসেছিলেন ২০২২-২৩ মৌসুমে। নিজে করেছেন ৩০ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর পর থেকে ‘টেম্পল পয়েন্ট’ উদ্‌যাপন করে আসছেন রাশফোর্ড। মূলত এর মাধ্যমে তিনি মানসিক স্বাস্থ্যকে ইঙ্গিত করেন। যা দেখে বিশ্বের অনেক ক্রীড়া ব্যক্তিত্ব তাঁর সেলিব্রেশন অনুকরণ করেছিলেন, এবার সেটা এলো ক্রিকেটেও, যশপ্রীত বুমরার হাত ধরে।

বুমরার গল্পটা একই ধরনের না হলেও কিছুটা মিল তো আছেই। পিঠের চোটে প্রায় ১১ মাস মাঠে বাইরে ছিলেন বুমরা। গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩২৭ দিন পর ভারতীয় দলে ফিরেই হয়েছিলেন ম্যাচসেরা। সর্বশেষ এশিয়া কাপেও ভালো করেছেন। ছন্দটা ধরে রেখেছেন বিশ্বকাপেও। চেন্নাইয়ে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ের দিনে ২ উইকেট নিয়েছিলেন বুমরা। দিল্লিতে আজ আফগানদের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। তবে রাশফোর্ডের উদ্‌যাপন অনুকরণ করেছেন প্রথম উইকেটটি পাওয়ার পর।

প্রশ্ন উঠতে পারে, এত ফুটবলার থাকতে রাশফোর্ডের উদ্‌যাপনকেই কেন অনুকরণ করতে গেলেন বুমরা? ভারতীয় গতি তারকার ফুটবলপ্রেম সম্পর্কে অনেকেরই কমবেশি জানা। ক্লাব ফুটবলে তিনি রাশফোর্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত। ২০২১ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় রেড ডেভিলদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গিয়েছিলেন। তাঁকে সে সময় জার্সিও উপহার দিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১০

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১১

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৩

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৫

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৬

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৭

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৮

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৯

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

২০
X