ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়শিপ। এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হয়েছে বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এ ছাড়াও একই সঙ্গে এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব কিনেছে এই গ্রুপের মালিকানাধীন দেশের একমাত্র ক্রীড়াবিষয়ক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।
আজ বুধবার ২১ জুন থেকে ৪ জুলাই, ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে অংশ নেবে বাংলাদেশসহ মোট আটটি দেশ। ফিফার নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতায় নেই শ্রীলঙ্কা। ফলে দক্ষিণ এশিয়ার ছয় দলের সঙ্গে অতিথি দেশ হিসেবে অংশ নিচ্ছে লেবানন ও কুয়েত।
‘বি’-গ্রুপে বাংলাদেশের সঙ্গী মালদ্বীপ, ভুটান ও লেবানন। আর ‘এ’-গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নেপাল ও কুয়েত। আগামীকাল বৃহস্পতিবার লেবাননের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
মন্তব্য করুন