ব্রাজিলের সোনালি যুগের ফুটবলার ছিলেন রোনালদিনহো। স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার জার্সিতেও দুর্দান্ত ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। উপার্জন করেছিলেন প্রচুর পরিমাণের অর্থসম্পদ। অথচ জীবনের ক্রান্তিলগ্নে চরম আর্থিক সংকটে পড়েছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। অর্থের অভাবে কয়েক মিলিয়ন কর পরিশোধ করতেও ব্যর্থ হয়েছেন রোনালদিনহো। যার জন্য তার দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রাজিল রাজস্ব বিভাগ কর্তৃপক্ষ।
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’ এর বরাত দিয়ে এমনটায় প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ ট্যাবলয়েড ‘মার্কা’। মার্কা প্রতিবেদনে উল্লেখ করেছে, ব্রাজিলিয়ানি কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে রয়েছে। এ ছাড়া সাবেক বার্সেলোনা তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে মাত্র ৬ ডলার পাওয়া যায়।
সম্প্রতি রোনালদিনহোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে ব্রাজিলের রাজস্ব বিভাগ। সেলেসাও তারকার ব্যাংক অ্যাকাউন্ট দেখে রীতিমতো চমকে যায় দেশটির রাজস্ব বিভাগের কর্মকর্তারা। এমন খবর জানার পর রোনালদিনহোর দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করে পাওনাদার সংস্থাগুলো।
পেশাদার ফুটবলে পা দিয়েই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন রোনালদিনহো। খেলাধুলার পাশাপাশি প্রচুর পার্টিতে অংশ নিতেন ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা। বিলাসী মনোভাবের কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের ক্যারিয়ারকে সেভাবে রঙিন করতে পারেননি ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি ইউরোপের জায়ান্ট ক্লাবে খেলেছিলেন রোনালদিনহো। বার্সেলোনা, পিএসজি, এবং এসি মিলানের হয়ে দুর্দান্ত ছিলেন এই ব্রাজিলিয়ান। রোনালদিনহো দুটি ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার এবং একটি ব্যালন ডি’অর জিতেছেন।
এর আগে ২০২০ সালে প্যারাগুয়েতে জাল পাসপোর্ট নিয়ে প্রবেশ করায় গ্রেপ্তার হয়েছিলেন স্থানীয় পুলিশের হাতে। তাছাড়া নিজ দেশেও পাসপোর্ট জব্দ করেছিল দেশটির সরকার। অনুমোদন না নিয়ে লেকগুয়াইবাতে চিনিকল স্থাপন করেছিলেন তিনি।
মন্তব্য করুন