স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদিনহোকে রাফিনিয়ার কড়া জবাব

রোনালদিনহো (বাঁয়ে) এবং ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত
রোনালদিনহো (বাঁয়ে) এবং ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার আগ মুহূর্তে বর্তমান ব্রাজিল দল নিয়ে ঝাঁঝাল মন্তব্য করেন দেশটির বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। জানিয়ে ছিলেন কোপা খেলা দেখবেন না তিনি। তার এই মন্তব্যের প্রভাব পড়েছে ব্রাজিল জাতীয় দলে।

ব্রাজিলের অন্যতম কিংবদন্তির ফুটবলকে কড়া জবাব দিয়েছেন দেশটির তরুণ ফুটবলার রাফিনিয়া। ২০০২ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্যের কথা প্রত্যাখ্যান করে বার্সেলোনা তারকা বলেছেন, বর্তমান দলে দৃঢ়তা ও নিবেদনের কোনো ঘাটতি নেই।

এ ছাড়া ইউরোর চেয়ে বিশ্বকাপ সহজ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মন্তব্যের জবাবও দিয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা।

আগামী ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপ। এর আগে প্রস্তুতির জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে সেলেসাওদের পারফরম্যান্স হতাশ করেছে রোনালদিনহো।

তিনি বলেন, ‘বর্তমান দলের নিবেদন, দৃঢ়তা, তাড়না বা উচ্ছ্বাস, কিছুই নেই। তাই ব্রাজিলের খেলা দেখব না।’ তার এমন মন্তব্যে হতবাক রাফিনিয়া। বলেন তার (রোনালদিনহো) এমন মন্তব্য পুরো দলের জন্য বিস্ময়কর এবং একটা বড় ধাক্কা, ‘আমি মনে করি, রোনালদিনহোর মন্তব্যের ব্যাপারে, আমার চেয়ে আপনাদেরই বেশি জানার কথা। তিনি কখনো আমাদের সঙ্গে এমন কথা বলেননি। উল্টো সবসময় আমাদের দলের প্রতি সমর্থন জানিয়েছেন। আমি তাকে আদর্শ মনে করি।’

এ সময় রাফিনিয়া আরও বলেন, ‘দলের সবাই, শুধু ফুটবলাররা নয়, যারা কাজ করছে, সবাই তাকে উদাহারণ হিসেবে দেখে। তাই এটি আমাদের জন্য বড় ধাক্কা ছিল। অবশ্যই আমরা তার সঙ্গে একমত নই। আমি তিন বছর ধরে দলে। দলের মধ্যে নিবেদন দেখি। এই জার্সি পরার গর্বটা অনুভব। আমি তার মন্তব্যের সঙ্গে একদমই একমত নই। দলের সবার প্রতিভা আছে।’

বার্সা তারকা আরও বলেন, ‘এ মন্তব্যের ব‍্যাপারে তার হয়তো কিছু জানা নেই। তবে এটা জানি, ভিনিসিয়ুস জুনিয়রের কাছে জাতীয় দলের খেলা দেখার জন্য টিকেট চেয়েছেন তিনি।’

এ দিকে বিশ্বকাপের চেয়ে ইউরো কঠিন এমবাপ্পের এমন মন্তব্যের কড়া জবাব দেন লিওনেল মেসি। এ নিয়ে অবশ্য বিস্তারিত কথা না বলে ফরাসি তারকাকে গত বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে খোঁচা দেন রাফিনিয়া।

তিনি বলেন, ‘তার জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য আনন্দের, সে (এমবাপ্পে) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ লাতিন আমেরিকার একটি দলের কাছেই হেরেছে।’

আগামী সোমবার (২৪ জুন) কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের সর্বোচ্চ গরমে পুড়ছে দেশ, দাবদাহ ভোগাবে আরও দুদিন

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

১০

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

১১

শাহবাগে নেই ছাত্রদল-বাম

১২

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

১৩

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

১৪

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

১৫

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

১৬

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

১৭

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১৮

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৯

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

২০
X