বাংলাদেশের জার্সিতে মাত্র কয়েক মাস অভিষেক হয়েছে তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের। কয়েক মাসের মধ্যে লাল-সবুজ জার্সিধারীদের স্কোয়াডে সবচেয়ে ভরসার নাম হয়ে উঠেছেন বসুন্ধরা কিংস তারকা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে দূরপাল্লার দর্শনীয় গোল করে এশিয়ান ফুটবলের তালিকায় জায়গা পেয়েছেন মোরসালিন।
গত ১৬ ও ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে এশিয়া মহাদেশে মোট ৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে ম্যাচে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে মূল্যবান এক ড্র উপহার দেন মোলসালিন। তার অসাধারণ গোল ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে জামাল ভূঁইয়ার দল।
এশিয়ার ৩৬টি ম্যাচের থেকে শীর্ষ ৯ জন পারফরমারকে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি)। সংস্থাটির সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শেখ মোরসালিন। তালিকায় আরও রয়েছেন দক্ষিণ কোরিয়া ও টটেনহাম হটস্পার অধিনায়ক সন হিউং মিন। পর্তুগালের ক্লাব এফসি পোর্তোতে খেলা ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমি, কাতারের আলমোয়েজ আলি, সৌদি আরবের সালেহ আল শেহরিরার মতো তারকা ফুটবলাররা।
মোরসালিনের দুর্দান্ত পারফর্ম্যান্সে এএফসি তাকে সম্ভাবনাময় এক তরুণ হিসেবে উল্লেখ করেছে। এএফসির ওয়েবসাইটে বলা হয়েছে, বসুন্ধরা কিংসের এই তরুণ চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাঠে নামেন। সেইসঙ্গে দুই গোল আর এক অ্যাসিস্টে দলকে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নিয়ে যান। প্রতিভায়পূর্ণ এই স্ট্রাইকার নিশ্চিতভাবেই এমন একজন, যার দিকে সামনের দিনগুলোতে অবশ্যই নজর রাখা যায়।
মন্তব্য করুন