ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক এভারটনের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন স্ট্রাইকার আলেজান্দ্রো গার্নাচো। ম্যানইউয়ের সাবেক দুই তারকা ওয়েইন রুনি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘ওভারহেড’ গোলটিই যেন পুনঃমঞ্চায়িত করলেন ১৯ বছর বয়সী ফুটবলার। রোববার (২৬ নভেম্বর) এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে স্কোর বোর্ডে নাম তোলেন গার্নাচো, রাশফোর্ড ও মার্শিয়াল।
এভারটনের মাঠে দর্শকরা মাত্রই চেয়ারে বসতে শুরু করছিলেন। ঠিক সেই মুহূর্তে গোটা গুডিসন পার্ককে স্তব্ধ করে দেন আর্জেন্টাইন তরুণ গার্নাচো। ৩ মিনিটের মাথায় দিয়েগো দালতের ক্রসে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে ‘ওভারহেড’ গোল করেন ম্যানইউ স্ট্রাইকার। হয়তো প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা গোলটিই করেছেন রেড ডেভিল তারকা। বল জালে জড়িয়েই নিজের আইডল পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউইই’ উদযাপনও করেন গার্নাচো।
Peter Drury commentary of Garnacho's goalpic.twitter.com/J0JQkwLINv
— Manchester United Die Hard Fans (@DieHardUtdFans) November 26, 2023দিতীয়ার্ধে এভারটনের জালে গোল করেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যানইউকে ২-০ গোলের লিড এনে দেন রাশফোর্ড। দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে জোড় চেষ্টা চালায় এভারটন। উল্টো ৭৫ ম্যাচের তৃতীয় গোল হজম করে স্বাগতিক দলটি। ফরাসি স্ট্রাইকার আন্তোনি মার্শিয়াল স্কোর কার্ডে নিজের নাম তুলেন। অথচ বল দখল, শট অন টার্গেট ও কর্নারে ম্যানইউ থেকে বেশ এগিয়ে ছিল এভারটন।
![]()
অ্যাওয়ে মাঠে দারুণ এ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। আর ১৩ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ১৯ নম্বরে অবস্থানে রয়েছে এভারটন। তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।
মন্তব্য করুন