অনেকদিন ধরেই ফিফার অফিসিয়াল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০-এর ঘরে। মাঝে উন্নতি তো হয়নি, বাজে ফলের কারণে সম্ভাবনা জেগেছিল ২০০তে নামার। এখনো একশ নব্বইয়ের ঘরেই আছেন ক্যাবরেরার শিষ্যরা, তবে মালদ্বীপকে হারানোর পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
ফিফার অফিসিয়াল র্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান বাংলাদেশের অনেক উপরে। তাই মালদ্বীপকে হারানোয় ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজের দলটির। আগের ৮৮৪-এর সঙ্গে নতুন এই রেটিং পয়েন্ট যোগ হওয়ায় মোট রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৮৯১ দশমিক ৪৭। তাতে ব্রুনাইকে এক ধাপ নিচে নামিয়ে এক ধাপ উন্নতিতে ১৯২তম স্থান থেকে ১৯১তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
যদিও ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র্যাঙ্কিংয়ে দেয়নি। তবে ফিফা প্রতিদিন তাদের ওয়েবসাইটে হালনাগাদ আপডেট দেয়, তাতে বাংলাদেশের অবস্থান বর্তমানে দেখাচ্ছে ১৯১তম। আগামীকাল ভুটানের বিপক্ষে জিতলে ২ দশমিক ৫৬ রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৯৪ দশমিক শূন্য তিন। তবে ১৯১ এর নিচে আর নামা হচ্ছে না জামাল ভূ্ঁইয়াদের।
মন্তব্য করুন