গতকালের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ও টটেনহামের ম্যাচের শেষের দিকের একটি ঘটনা আলোড়ন তুলেছে ফুটবল অঙ্গনে। ম্যাচ ৩-৩ এ সমতায় থাকার সময় গোল দিয়ে ম্যাচ জিততে মরিয়া ম্যানসিটি। এমন সময় বল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় ফাউলের শিকার হন হলান্ড। তবে দ্রুত ওঠে দাঁড়িয়ে দারুণ এক পাসে বল বাড়ান গ্রিলিশকে। গ্রিলিশও গোলের কাছাকাছি চলে যান। ঠিক সেই সময় রেফারির বাঁশিতে থেমে যেতে হয় গ্রিলিশকে। গোলটা যে হতোই, সে নিশ্চয়তা নেই। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রেফারির এরকম সিদ্ধান্তে ক্ষোভ দেখা গেছে সিটির কোচ থেকে শুরু করে সব খেলোয়াড়দের মধ্যেও। তবে সম্ভবত একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড আর এই কারণেই সম্ভবত শাস্তির মুখোমুখিও হতে যাচ্ছেন তিনি।
নিশ্চিতভাবেই গোলের সুযোগ হারানো আর শেষ সময়ে ম্যাচ জয়ের সুযোগ হাত ছাড়া হওয়ায় তাৎক্ষণিকভাবে মাঠে তো বটেই, ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সিটি সমর্থকরা এবং সঙ্গে পেয়েছেন দলের সেরা খেলোয়াড় হলান্ডকেও। তবে সামাজিক মাধ্যমে হলান্ডের সেই ক্ষোভ প্রকাশের ভাষার ব্যবহারই কাল হতে যাচ্ছে তার জন্য।
ওই সময় সিটির নিশ্চিত আক্রমণ থামিয়ে ফাউল ধরায় রেফারি সাইমন হুপারকে ঘিরে ধরেন হলান্ডসহ অন্যরা। যদিও এতে কোনো কাজ হয়নি। উল্টো চেঁচামেচি করায় হলুদ কার্ড দেখেন হলান্ড।
এ নিয়ে ম্যাচের পরও ক্ষোভ আড়াল করতে পারেননি নরওয়েজীয় তারকা। ফাউলের ঘটনার একটি ভিডিও এক্স বার্তায় রিপোস্ট করেছেন হলান্ড। সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন গালি হিসেবে ব্যবহার হয়, এমন একটি শব্দ।
— Erling Haaland (@ErlingHaaland) December 3, 2023ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিটি কোচ পেপ গার্দিওলাকে হলান্ডের মাঠের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তার স্ট্রাইকারের পক্ষ নিয়ে বলেন ‘ওর আর বাকি ১০ জন খেলোয়াড়ের প্রতিক্রিয়া একই। আইনে আছে, এ নিয়ে রেফারি বা চতুর্থ রেফারির সঙ্গে কথা বলা যায় না। (যদি বলা যেত) আজ আমাদের ১০ জনই লাল কার্ড দেখত।’
গার্দিওলা মনে করেন, খেলোয়াড়দের জায়গায় থাকলে হুপার নিজেও এমন রেফারিংয়ে হতাশ হতেন, ‘সে (হলান্ড) কিছুটা হতাশ ছিল। এমনকি যিনি রেফারি ছিলেন, তিনি যদি সিটির হয়ে খেলতেন, তবে নিজের কাণ্ডের জন্য হতাশ হতেন।’
গত মাসে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে কথা বলে শাস্তি পেয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। ওই ঘটনার দিকে ইঙ্গিত করে গার্দিওলা বলেন, ‘আমি মিকেল আরতেতার মন্তব্য করে নিষেধাজ্ঞায় পড়তে চাই না।’
মন্তব্য করুন