শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সৌদিতে মেসি-রোনালদোর দ্বৈরথ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

একটা সময় ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। কিন্তু দুজনই ছেড়েছেন ইউরোপ। কাজেই কালেভদ্রে দেখা যায় দুই মহাতারকার মহারণ। রোনালদো সৌদি আরবে, আর মেসি আছেন যুক্তরাষ্ট্রে। ফুটবলের দুই মহাতারকা, বিশ্বের দুই প্রান্তে চলে যাওয়ায় তাদের লড়াই কি আর দেখার সম্ভাবনা রয়েছে? উত্তর মিলেছে সেই প্রশ্নের।

সবকিছু ঠিক থাকলে আবারও দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ। আগামী ১ ফেব্রুয়ারি রিয়াদ সিজন কাপে দেখা যাবে দুই তারকার মহারণ। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির ইন্টার মায়ামি। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে নেইমারের আল হিলালের বিপক্ষে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে খবর নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এটি হবে মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর। রিয়াদের কিংডম অ্যারেনায় নেইমারের আল হিলালের বিপক্ষে খেলবে মেসিরা। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। কাজেই এ ম্যাচের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

নেইমারের দলের মুখোমুখির দুদিন পর রোনালদোর দলের মুখোমুখি হবে মেসিরা। সেটিও হবে কিংডম অ্যারেনাতে। দুইটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন মেসি-রোনালদো। এতে মেসি জয় পেয়েছেন ১৬ ম্যাচে আর রোনালদো জিতেছে ১০টিতে। আর বাকি ৯টি ড্র হয়।

আগের ৩৫ ম্যাচে ২১ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন মেসি। আর ২০ গোলের সাথে রোনালদোর অ্যাসিস্ট ১টি। বিবৃতিতে মায়ামি আরও জানায় উইবুক ওয়েবসাইটে এই ম্যাচগুলো টিকিটি পাওয়া যাবে। এ ছাড়া ম্যাচটি কোথায় সম্প্রচারিত হবে এবং আরও নতুন তথ্য পরে জানানো হবে।

এ ছাড়া অন্য প্রাক মৌসুম সফর সম্পর্কে আরও তথ্য পরের সপ্তাহে জানানো হবে। এরই মধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে এল সালভাদরের বিপক্ষে খেলবে মায়ামি। ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ।

এর আগে আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে হয় মেসি-রোনালদোর দ্বৈরথ। সেবার পিএসজির বিপক্ষে রিয়াদ অলস্টার একাদশের নেতৃত্ব দিয়েছিলেন সিআরসেভেন। মেসি, নেইমার ও এমবাপ্পেদের নিয়ে গড়া ফরাসি ক্লাবটি কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনালদোর দল। মেসির এক গোলের বিপরীতে জোড়া গোল করেন রোনালদো। এরপর আবারও সৌদি আরবেই দেখা হচ্ছে দুই মহাতারকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১০

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১১

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১২

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৩

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৪

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৫

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৬

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৭

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৮

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৯

এই আলো কি সেই মেয়েটিই

২০
X