স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সৌদিতে মেসি-রোনালদোর দ্বৈরথ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

একটা সময় ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। কিন্তু দুজনই ছেড়েছেন ইউরোপ। কাজেই কালেভদ্রে দেখা যায় দুই মহাতারকার মহারণ। রোনালদো সৌদি আরবে, আর মেসি আছেন যুক্তরাষ্ট্রে। ফুটবলের দুই মহাতারকা, বিশ্বের দুই প্রান্তে চলে যাওয়ায় তাদের লড়াই কি আর দেখার সম্ভাবনা রয়েছে? উত্তর মিলেছে সেই প্রশ্নের।

সবকিছু ঠিক থাকলে আবারও দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ। আগামী ১ ফেব্রুয়ারি রিয়াদ সিজন কাপে দেখা যাবে দুই তারকার মহারণ। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির ইন্টার মায়ামি। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে নেইমারের আল হিলালের বিপক্ষে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে খবর নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এটি হবে মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর। রিয়াদের কিংডম অ্যারেনায় নেইমারের আল হিলালের বিপক্ষে খেলবে মেসিরা। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। কাজেই এ ম্যাচের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

নেইমারের দলের মুখোমুখির দুদিন পর রোনালদোর দলের মুখোমুখি হবে মেসিরা। সেটিও হবে কিংডম অ্যারেনাতে। দুইটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন মেসি-রোনালদো। এতে মেসি জয় পেয়েছেন ১৬ ম্যাচে আর রোনালদো জিতেছে ১০টিতে। আর বাকি ৯টি ড্র হয়।

আগের ৩৫ ম্যাচে ২১ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন মেসি। আর ২০ গোলের সাথে রোনালদোর অ্যাসিস্ট ১টি। বিবৃতিতে মায়ামি আরও জানায় উইবুক ওয়েবসাইটে এই ম্যাচগুলো টিকিটি পাওয়া যাবে। এ ছাড়া ম্যাচটি কোথায় সম্প্রচারিত হবে এবং আরও নতুন তথ্য পরে জানানো হবে।

এ ছাড়া অন্য প্রাক মৌসুম সফর সম্পর্কে আরও তথ্য পরের সপ্তাহে জানানো হবে। এরই মধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে এল সালভাদরের বিপক্ষে খেলবে মায়ামি। ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ।

এর আগে আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে হয় মেসি-রোনালদোর দ্বৈরথ। সেবার পিএসজির বিপক্ষে রিয়াদ অলস্টার একাদশের নেতৃত্ব দিয়েছিলেন সিআরসেভেন। মেসি, নেইমার ও এমবাপ্পেদের নিয়ে গড়া ফরাসি ক্লাবটি কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনালদোর দল। মেসির এক গোলের বিপরীতে জোড়া গোল করেন রোনালদো। এরপর আবারও সৌদি আরবেই দেখা হচ্ছে দুই মহাতারকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

১০

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

১১

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

১২

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

১৩

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

১৪

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১৫

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১৬

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১৭

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৮

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৯

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

২০
X