স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সৌদিতে মেসি-রোনালদোর দ্বৈরথ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

একটা সময় ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। কিন্তু দুজনই ছেড়েছেন ইউরোপ। কাজেই কালেভদ্রে দেখা যায় দুই মহাতারকার মহারণ। রোনালদো সৌদি আরবে, আর মেসি আছেন যুক্তরাষ্ট্রে। ফুটবলের দুই মহাতারকা, বিশ্বের দুই প্রান্তে চলে যাওয়ায় তাদের লড়াই কি আর দেখার সম্ভাবনা রয়েছে? উত্তর মিলেছে সেই প্রশ্নের।

সবকিছু ঠিক থাকলে আবারও দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ। আগামী ১ ফেব্রুয়ারি রিয়াদ সিজন কাপে দেখা যাবে দুই তারকার মহারণ। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির ইন্টার মায়ামি। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে নেইমারের আল হিলালের বিপক্ষে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে খবর নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এটি হবে মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর। রিয়াদের কিংডম অ্যারেনায় নেইমারের আল হিলালের বিপক্ষে খেলবে মেসিরা। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। কাজেই এ ম্যাচের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

নেইমারের দলের মুখোমুখির দুদিন পর রোনালদোর দলের মুখোমুখি হবে মেসিরা। সেটিও হবে কিংডম অ্যারেনাতে। দুইটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন মেসি-রোনালদো। এতে মেসি জয় পেয়েছেন ১৬ ম্যাচে আর রোনালদো জিতেছে ১০টিতে। আর বাকি ৯টি ড্র হয়।

আগের ৩৫ ম্যাচে ২১ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন মেসি। আর ২০ গোলের সাথে রোনালদোর অ্যাসিস্ট ১টি। বিবৃতিতে মায়ামি আরও জানায় উইবুক ওয়েবসাইটে এই ম্যাচগুলো টিকিটি পাওয়া যাবে। এ ছাড়া ম্যাচটি কোথায় সম্প্রচারিত হবে এবং আরও নতুন তথ্য পরে জানানো হবে।

এ ছাড়া অন্য প্রাক মৌসুম সফর সম্পর্কে আরও তথ্য পরের সপ্তাহে জানানো হবে। এরই মধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে এল সালভাদরের বিপক্ষে খেলবে মায়ামি। ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ।

এর আগে আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে হয় মেসি-রোনালদোর দ্বৈরথ। সেবার পিএসজির বিপক্ষে রিয়াদ অলস্টার একাদশের নেতৃত্ব দিয়েছিলেন সিআরসেভেন। মেসি, নেইমার ও এমবাপ্পেদের নিয়ে গড়া ফরাসি ক্লাবটি কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনালদোর দল। মেসির এক গোলের বিপরীতে জোড়া গোল করেন রোনালদো। এরপর আবারও সৌদি আরবেই দেখা হচ্ছে দুই মহাতারকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

ড. রেজা কিবরিয়াকে শোকজ

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান 

সাতক্ষীরায় বছরের সর্বনিম্ন তাপমাত্রার রাতে শীতবস্ত্র বিতরণ

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

তিন দফা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১০

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

১১

‘ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির হাতে নেই’

১২

ইসিতে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রার্থীর

১৩

যুবদলের দুই কমিটি বিলুপ্ত

১৪

রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ

১৫

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি

১৬

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

১৭

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

১৮

শীতে ত্বক কেন চুলকায়

১৯

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

২০
X