স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

(বাঁ থেকে) পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। ছবি: সংগৃহীত

২০২৩ সালের বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটির প্রথম ট্রেবল জয়ের কারিগর পেপ গার্দিওলা। এই স্প্যানিয়ার্ডের সঙ্গে লড়াইয়ে আছেন দুই ইতালিয়ান কোচ ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলিকে ৩৩ বছর পর লিগ জেতানো লুসিয়ানো স্পালেত্তি।

বুধবার (১৩ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা তিনজন কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ফিফার বিশেষজ্ঞ প্যানেল প্রথমে পাঁচজনের একটি তালিকা প্রকাশ করেছিল। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের ভোটের পর সেই তালিকা থেকে বাদ পড়েছেন বার্সেলোনার জাভি হার্নান্দেজ ও টটেনহ্যাম হটস্পারের অ্যাঞ্জে পোস্তেকোগলু। ২০১৬ সালে প্রথমবার বর্ষসেরা কোচের পুরস্কার প্রচলন করে ফিফা। এবার নিয়ে মোট চারবার কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড গার্দিওলা। তবে এখন পর্যন্ত বর্ষসেরা কোচের মুকুট পড়তে পারেনিনি ম্যানসিটি কোচ। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেন ইনজাগি ও স্পালেত্তি।

পুরো কোচিং ক্যারিয়ারে দারুণ সব সাফল্য পেয়েছেন গার্দিওলা। গত মৌসুমে কোচিং জগতের সবাইকে ছাড়িয়ে গিয়েছেন ৫২ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুবার ঐতিহাসিক ট্রেবল জেতেন ম্যানসিটি বস। যা তাকে বর্ষসেরা কোচের লড়াইয়ে বাকি দুজনের থেকে এগিয়ে রেখেছে।

গার্দিওলাকে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলবেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। ২০২২/২৩ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপে জেতান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তার অসামান্য দৃঢ়তায় দীর্ঘ ১৩ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেল ইন্টার মিলান। তবে গার্দিওলার ম্যানসিটির কাছে হেরে রানার্সআপ হয়ে মিলানের ক্লাবটি।

সংক্ষিপ্ত তালিকায় থাকা আরেক কোচ হলেন নাপোলির লুসিয়ানো স্পালেত্তি। যিনি নেপলসের ক্লাবটিকে ইতালিয়ান সিরি ‘আ’-এর শিরোপা জিতিয়েছেন। দীর্ঘ ৩৩ বছর পর নাপোলিকে লিগ শিরোপা জেতান বর্তমান আজ্জুরিদের কোচ হওয়া স্পালোত্তি। ১৯৯০ সালে নাপোলিকে ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা এনে দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

৩৩ বছরের শিরোপা আক্ষেপ ঘোচাতে মোট ৩১ কোচ বদলাতে হয়েছে নাপোলিকে। ক্লদিও রানিয়েরি, মার্সেলো লিপ্পি, জিয়ান পিয়েরো ভেনতুরা, মরিসিও সারি, রাফায়েল বেনিতেজ, এমনকি কার্লো আনচেলত্তির মতো তুখোড় কোচরা দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি তারা। অবশেষে স্পালোত্তি নাপোলিকে ইতালিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেন। এ ছাড়া প্রথমবার নাপোলিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও তোলেন স্পালোত্তি।

আগামী ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচের নাম ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

প্রথম আলোতে হামলার মামলায় ২ দিনের রিমান্ডে ৮ আসামি

১০

গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা 

১১

‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত হলেন কালবেলার ৬ সাংবাদিক

১২

হাসিনা-টিউলিপ-আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

১৩

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতেই ধরা

১৪

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

দুর্নীতি দমনে প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার

১৭

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল ও বেড়া

১৮

প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি

১৯

সুন্দরবনে অপহরণের মূলহোতা বনদস্যু মাসুম গ্রেপ্তার

২০
X