স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

(বাঁ থেকে) পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। ছবি: সংগৃহীত

২০২৩ সালের বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটির প্রথম ট্রেবল জয়ের কারিগর পেপ গার্দিওলা। এই স্প্যানিয়ার্ডের সঙ্গে লড়াইয়ে আছেন দুই ইতালিয়ান কোচ ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলিকে ৩৩ বছর পর লিগ জেতানো লুসিয়ানো স্পালেত্তি।

বুধবার (১৩ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা তিনজন কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ফিফার বিশেষজ্ঞ প্যানেল প্রথমে পাঁচজনের একটি তালিকা প্রকাশ করেছিল। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের ভোটের পর সেই তালিকা থেকে বাদ পড়েছেন বার্সেলোনার জাভি হার্নান্দেজ ও টটেনহ্যাম হটস্পারের অ্যাঞ্জে পোস্তেকোগলু। ২০১৬ সালে প্রথমবার বর্ষসেরা কোচের পুরস্কার প্রচলন করে ফিফা। এবার নিয়ে মোট চারবার কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড গার্দিওলা। তবে এখন পর্যন্ত বর্ষসেরা কোচের মুকুট পড়তে পারেনিনি ম্যানসিটি কোচ। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেন ইনজাগি ও স্পালেত্তি।

পুরো কোচিং ক্যারিয়ারে দারুণ সব সাফল্য পেয়েছেন গার্দিওলা। গত মৌসুমে কোচিং জগতের সবাইকে ছাড়িয়ে গিয়েছেন ৫২ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুবার ঐতিহাসিক ট্রেবল জেতেন ম্যানসিটি বস। যা তাকে বর্ষসেরা কোচের লড়াইয়ে বাকি দুজনের থেকে এগিয়ে রেখেছে।

গার্দিওলাকে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলবেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। ২০২২/২৩ মৌসুমে ইতালিয়ান কাপ ও সুপার কাপে জেতান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তার অসামান্য দৃঢ়তায় দীর্ঘ ১৩ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেল ইন্টার মিলান। তবে গার্দিওলার ম্যানসিটির কাছে হেরে রানার্সআপ হয়ে মিলানের ক্লাবটি।

সংক্ষিপ্ত তালিকায় থাকা আরেক কোচ হলেন নাপোলির লুসিয়ানো স্পালেত্তি। যিনি নেপলসের ক্লাবটিকে ইতালিয়ান সিরি ‘আ’-এর শিরোপা জিতিয়েছেন। দীর্ঘ ৩৩ বছর পর নাপোলিকে লিগ শিরোপা জেতান বর্তমান আজ্জুরিদের কোচ হওয়া স্পালোত্তি। ১৯৯০ সালে নাপোলিকে ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা এনে দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

৩৩ বছরের শিরোপা আক্ষেপ ঘোচাতে মোট ৩১ কোচ বদলাতে হয়েছে নাপোলিকে। ক্লদিও রানিয়েরি, মার্সেলো লিপ্পি, জিয়ান পিয়েরো ভেনতুরা, মরিসিও সারি, রাফায়েল বেনিতেজ, এমনকি কার্লো আনচেলত্তির মতো তুখোড় কোচরা দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি তারা। অবশেষে স্পালোত্তি নাপোলিকে ইতালিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেন। এ ছাড়া প্রথমবার নাপোলিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও তোলেন স্পালোত্তি।

আগামী ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচের নাম ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১০

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১১

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৩

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৪

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৫

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৬

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৭

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৮

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৯

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

২০
X