স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৬০ বছরের ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ নিচ্ছে ব্রাজিল

২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। ছবি : সংগৃহীত
২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। ছবি : সংগৃহীত

দীর্ঘ ৬০ বছর পর কোচ নিয়োগে ফুটবলের চিরায়ত ঐতিহ্য ভাঙতে চলেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আগামী বছর নেইমারদের হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে কাজ করা কার্লো আনচেলত্তি। এই সময়টাতে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন ফার্নান্দো ডিনিজ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো থেকে শুরু হবে ডিনিজের মিশন।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচ পদ থেকে সরে দাঁড়ান তিতে। তারপর থেকে দলের দায়িত্বে ছিলেন ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের কোচ রামন মেনেজেস। এবার সেই জায়গায় এলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে কাজ করা ডিনিজ। সাবেক এই মিডফিল্ডারের খেলোয়াড়ি জীবন বলার মতো কিছু নয়। তবে কোচ হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারে কাজ করেছেন ১৬টি ভিন্ন ক্লাবে। এক বছরের জন্য ব্রাজিলের মতো দলের কোচ হতে পেরে রোমাঞ্চে ভাসছেন ৪৯ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার।

তিনি বলেন, ‘এটা স্বপ্নের মতো ব্যাপার। জাতীয় দলের হয়ে কাজ করতে পারা দারুণ সম্মান ও গর্বের। আমাকে এখানে ডেকে আনা হয়েছে, বিশেষ করে যেভাবে এটা হয়েছে, ফ্লুমিনেন্স ও সিবিএফের যৌথ প্রচেষ্টায়। আমি নিশ্চিত যে, এটিকে সামনে এগিয়ে নেওয়ার ও কার্যকর করে তোলার সবকিছুই আমাদের আছে।’

এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ডিনিজের নিয়োগ প্রসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্দো রদ্রিগেজ বলেন, ‘ফার্নান্দো ডিনিজ এক বছরের জন্য ব্রাজিলের জাতীয় ফুটবল দল পরিচালনা করবেন এবং আমি নিশ্চিত যে, তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজটি করবেন, যেমনটি তিনি সর্বদা তার পেশাদার ক্যারিয়ারজুড়ে করেছেন।

ব্রাজিলের সংবাদমধ্যম গ্লোবোকে সিবিএফ সভাপতি রদ্রিগেজ জানিয়েছেন, আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থেকেই জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। আগামী মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে আনচেলত্তির। ইতালিয়ান এই কোচ ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে তবেই ব্রাজিলের দায়িত্ব নিতে চান বলে খবর জানিয়েছে গ্লোবো।

দীর্ঘ ৬০ বছর পর ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব যাচ্ছে কোনো বিদেশি কোচের হাতে। ১৯৬৫ সালে ব্রাজিলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। যদিও মাত্র এক ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তারপর থেকে ব্রাজিলের হেড কোচ হিসেবে দেখা গেছে কোনো ব্রাজিলিয়ানকেই। ছয় দশক পর সেই রীতি ভেঙে ভিন্ন পথে হাঁটছে নেইমার-রদ্রিগোর ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X