স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৬০ বছরের ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ নিচ্ছে ব্রাজিল

২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। ছবি : সংগৃহীত
২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। ছবি : সংগৃহীত

দীর্ঘ ৬০ বছর পর কোচ নিয়োগে ফুটবলের চিরায়ত ঐতিহ্য ভাঙতে চলেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আগামী বছর নেইমারদের হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে কাজ করা কার্লো আনচেলত্তি। এই সময়টাতে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন ফার্নান্দো ডিনিজ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো থেকে শুরু হবে ডিনিজের মিশন।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচ পদ থেকে সরে দাঁড়ান তিতে। তারপর থেকে দলের দায়িত্বে ছিলেন ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের কোচ রামন মেনেজেস। এবার সেই জায়গায় এলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে কাজ করা ডিনিজ। সাবেক এই মিডফিল্ডারের খেলোয়াড়ি জীবন বলার মতো কিছু নয়। তবে কোচ হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারে কাজ করেছেন ১৬টি ভিন্ন ক্লাবে। এক বছরের জন্য ব্রাজিলের মতো দলের কোচ হতে পেরে রোমাঞ্চে ভাসছেন ৪৯ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার।

তিনি বলেন, ‘এটা স্বপ্নের মতো ব্যাপার। জাতীয় দলের হয়ে কাজ করতে পারা দারুণ সম্মান ও গর্বের। আমাকে এখানে ডেকে আনা হয়েছে, বিশেষ করে যেভাবে এটা হয়েছে, ফ্লুমিনেন্স ও সিবিএফের যৌথ প্রচেষ্টায়। আমি নিশ্চিত যে, এটিকে সামনে এগিয়ে নেওয়ার ও কার্যকর করে তোলার সবকিছুই আমাদের আছে।’

এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ডিনিজের নিয়োগ প্রসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্দো রদ্রিগেজ বলেন, ‘ফার্নান্দো ডিনিজ এক বছরের জন্য ব্রাজিলের জাতীয় ফুটবল দল পরিচালনা করবেন এবং আমি নিশ্চিত যে, তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজটি করবেন, যেমনটি তিনি সর্বদা তার পেশাদার ক্যারিয়ারজুড়ে করেছেন।

ব্রাজিলের সংবাদমধ্যম গ্লোবোকে সিবিএফ সভাপতি রদ্রিগেজ জানিয়েছেন, আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থেকেই জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। আগামী মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে আনচেলত্তির। ইতালিয়ান এই কোচ ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে তবেই ব্রাজিলের দায়িত্ব নিতে চান বলে খবর জানিয়েছে গ্লোবো।

দীর্ঘ ৬০ বছর পর ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব যাচ্ছে কোনো বিদেশি কোচের হাতে। ১৯৬৫ সালে ব্রাজিলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। যদিও মাত্র এক ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তারপর থেকে ব্রাজিলের হেড কোচ হিসেবে দেখা গেছে কোনো ব্রাজিলিয়ানকেই। ছয় দশক পর সেই রীতি ভেঙে ভিন্ন পথে হাঁটছে নেইমার-রদ্রিগোর ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্মদিন আজ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

১০

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

১১

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

১২

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৩

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১৪

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১৫

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১৬

রামপুরায় বাসে আগুন

১৭

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৮

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৯

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

২০
X