বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। ঐতিহাসিক সেই দলবদলের অনিয়ম নিয়ে তদন্তের অংশ হিসেবে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ। খবর বার্তা সংস্থা এএফপির
সোমবার (১৫ জানুয়ারি) ফ্রান্সের দুর্নীতি দমন ইউনিটকে সঙ্গে নিয়ে এ তল্লাশি চালিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা এএফপিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়ানোয় কর প্রদানে সুবিধা পেয়েছে। এমন সন্দেহের কারণেই অর্থ মন্ত্রণালয়ের কর প্রশাসন বিভাগে তল্লাশি চালিয়েছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সকে আরেকটি সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ে এ ধরনের তল্লাশি অনেক বড় একটি তদন্তের অংশ।
নেইমারের দলবদল নিয়ে পিএসজিকে কর প্রদানে সুবিধা দেওয়া নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল ফ্রান্সের অনুসন্ধানী অনলাইন সংবাদমাধ্যম ‘মিডিয়াপোর্ট’। এ বিষয়ে জানতে চেয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় ও পিএসজিতে যোগাযোগ করেও কোনো ধরনের মন্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।
লা প্যারিসিয়ানদের হয়ে ৬ বছর খেলেন নেইমার। পিএসজির জার্সিতে ১৭৩ ম্যাচে ১১৮টি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ক্লাবটির হয় ৪টি লিগ ওয়ানের শিরোপা জেতেন নেইমার।
২০২৩ সালের আগস্টে ফ্রান্স ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান নেইমার। পিএসজি ছেড়ে প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেন এই ব্রাজিলিয়ান। মধ্য প্রাচ্যের দলটিতে বছরে ১০০ মিলিয়ন ইউরো আয় করেন নেইমার।
বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোট পান নেইমার। ইনজুরিতে থাকায় আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠেয় কোপা আমেরিকা মিস করবেন ব্রাজিলিয়ন ফরোয়ার্ড।
মন্তব্য করুন