সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির বেকেনবাওয়ার। এবার তাদের দেখানো পথে হাঁটলেন ইতালির জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা জিজি রিভা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ হওয়া আজ্জুরি কিংবদন্তি।
সোমবার (২২ জানুয়ারি) মারাত্মক হার্ট এ্যাটাকের পর ইতালির একটি হাসপাতালে মৃতুবরণ করেন কিংবদন্তি জিজি রিভা। ৭৯ বছর বয়সে মারা গেলেন ১৯৬৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী এই কিংবদন্তি।
ইতালি জাতীয় দলে ১৯৬৫ থেকে ৭৪ সাল পর্যন্ত খেলেন জিজি রিভা। এ সময়ের মধ্যে ৪২ ম্যাচে ৩৫টি গোল করেন আজ্জুরি ফরোয়ার্ড। যা এখন পর্যন্ত দেশটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। খেলোয়াড়ি জীবনে ১৯৭০ সালে ব্রাজিলের কাছে রানার্সআপ হওয়া ইতালি দলের অন্যতম সদস্য ছিলেন রিভা। কোয়ার্টার ফাইনালে জোড়া গোল, সেমিফাইনালে একটি গোল করেছিলেন তিনি। তবে ফাইনালে গোল করতে পারেননি রিভা। এ ছাড়া ১৯৬৮ ইউরো চ্যাম্পিয়নশিপ জয় ছিল ক্যারিয়ারের সবথেকে বড় অর্জন।
ফুটবল ক্যারিয়ারে শক্তিশালী শুট নেওয়ায় বিখ্যাত ছিলেন জিজি রিভা। সে কারণে রোম্বো ডি টুওনো বা বজ্রধ্বনি ডাকনামে পরিচিত ছিলেন ইতালিয়ান কিংবদন্তি। সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন ধরা হয় জিজি রিভাকে।
১৯৬২ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ারে যাত্রা শুরু হয়েছিল রিভা জিজির। ইতালির বাইরের অন্য কোনো ক্লাবের হয়ে কখনো ফুটবল খেলেননি এই স্ট্রাইকার। পুরো ক্যারিয়ারের বেশির ভাগ সময় ক্যালিয়ারিতে কাটিয়েছিলেন রিভা। তার অধীনে ১৯৬৯-৭০ মৌসুমে সিরি-আ জিতেছিল ক্যালিয়ারি। যা এখন পর্যন্ত ক্লাবটির একমাত্র সিরি-আ শিরোপা। সেই মৌসুমে লিগ জয়ের পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা ২১টি গোল করেছিলেন এই স্ট্রাইকার। মোট তিনবার ইতালিয়ান লিগের শীর্ষ গোলদাতা হয়েছিলেন রিভা।
ক্যালিয়ারির জার্সিতে ৩১৫ ম্যাচে ১৬৪টি গোল করেছিলেন রিভা। বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ১৯৭৬ সালে ফুটবলকে বিদায় জানান ইতালিয়ান ফরোয়ার্ড। ইতালির সবশেষ ২০০৬ বিশ্বকাপজয়ী দলের টেকনিক্যাল স্টাফ ছিলেন রিভা।
মন্তব্য করুন