স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কলসিন্দুর থেকে ইস্টবেঙ্গল, সানজিদার নতুন ইতিহাস

বাংলাদেশ নারী দলের ফুটবলার সানজিদা আক্তার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী দলের ফুটবলার সানজিদা আক্তার। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গল। শতবর্ষীয় এই পেশাদার ফুটবল ক্লাবে খেলেছেন মোনেম মুন্না-শেখ মোহাম্মদ আসলামের মতো বাংলাদেশের সেরা তারকা ফুটবলাররা। মঙ্গলবার সেই ক্লাবের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার।

এ দিন লাল-হলুদ জার্সিতে অভিষেক হয় সাফজয়ী এই ফুটবলারের। যদিও প্রথম ম্যাচে জয়হীন ছিলেন সানজিদা। ভারতীয় নারী লিগে স্পোর্টস ওডিশার বিপক্ষে গোলশূন্য ড্র করে তার ক্লাব ইস্টবেঙ্গল। ক্লাবের নিজস্ব মাঠে ক্যারিয়ারের সবচেয়ে বড় অভিজ্ঞতা হল সানজিদার।

বিদেশের মাটিতে স্পোর্টস ওড়িশার বিপক্ষে ম্যাচের প্রথম মিনিট থেকেই মাঠে ছিলেন সানজিদা। খেলেছেন শেষ অবদি। যদিও বল পজিশনে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। শতকরা ৪৯ ভাগ ছিল তাদের দখলে। পুরো ম্যাচে তারা পোস্টে শট নিয়েছে চারটি। এর সবকটি নিয়েছেন আবার সানজিদা। অন্যদিকে ১৭ শট নিয়েও গোলের দেখা পায়নি ওড়িশা।

পুরো ম্যাচের প্রতিপক্ষের ডিফেন্ডার শিবানি কড়া মার্কিংয়ে রাখেন সানজিদাকে। দ্বিতীয়ার্ধে সতীর্থদের কাছ থেকে খুব বেশি বলের জোগান পাননি তিনি। ফলে সৃষ্টি করতে পারেননি গোলের সুযোগ।

এরপর ম্যাচ চলাকালীন গ্যালারিতে সানজিদা-সানজিদা বলে রব তুলেছিলেন সমর্থকরা। তাই তো এই ফুটবলারের কাছে একবারও মনেই হয়নি তিনি দেশের বাইরের কোনো লিগে খেলছেন।

বিদেশের মাটিতে প্রথম ম্যাচ বলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগার কথা। সেই তুলনায় তার ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি ইস্টবেঙ্গল কর্মকর্তারা। ম্যাচ ড্র হলেও মাঠে সানজিদার পারফরম্যান্স ছাপ রেখেছে দর্শকের হৃদয়ে।

এক ক্লাব কর্মকর্তারা জানান সানজিদাকে নিজের মতো করে খেলতে দেওয়া উচিত। ফুটবলীয় সবগুণ রয়েছে তার। নতুন পরিবেশ-নতুন কন্ডিশনে গুছিয়ে নিতে কিছুটা সময় তো লাগবে।

প্রথম বাংলাদেশ নারী ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি জড়িয়েছেন তিনি। যা দেশের নারী ফুটবলে বিশাল মাইলফলক। শুধু তাই নয় সানজিদা ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি ফুটবলার।

আগামী সোমবার কিকস্টার্ট এফসির বিপক্ষে লড়বে ইস্টবেঙ্গল। সেই দলে খেলছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। সেই ম্যাচে জাতীয় দলের সতীর্থ ও অধিনায়কের মুখোমুখি হবেন সানজিদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

৩ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১০

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১১

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১২

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৩

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৪

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৫

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

১৬

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

১৭

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

২০
X