স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজ ছাড়াই মায়ামির জয়

মেসিকে ছাড়াই জয় তুলে নিয়েছে মায়ামি। ছবি : সংগৃহীত
মেসিকে ছাড়াই জয় তুলে নিয়েছে মায়ামি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামির এবারের মৌসুমের আগের প্রস্তুতি ভালো যাচ্ছিল না। দলে সব জয় করা বার্সা দলের চার সদস্য থাকার পরেও প্রাক-মৌসুম প্রস্তুতিতে কোনো ম্যাচ জিততে পারেনি টাটা মার্টিনোর দল। তাই হয়তো আজ হংকংয়ের বিপক্ষে তাদের ছাড়াই মাঠে নেমেছিল মায়ামি এবং তাতেই কেল্লা ফতে। দলের প্রধান তারকাকে ছাড়াই এবারের প্রাক-মৌসুমের প্রথম জয় তুলে নিল মায়ামি।

ম্যাচের আগেই অবশ্য অনুমান ছিল ইন্টার মায়ামি সহজেই জিতবে, শেষ পর্যন্ত হয়েছেও তাই। ফ্লোরিডার এই ক্লাবটি হংকং অল স্টারের বিরুদ্ধে তারা জয় তুলে নিয়েছে ৪-১ গোলে। যে ম্যাচে আবার ছিলেন না তাদের তারকা চার ফুটবলার লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা।

এমনিতে লিওনেল মেসিকে নিয়ে হংকংয়ে উন্মাদনার শেষ নেই। গতকাল ইন্টার মায়ামি হংকং একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে পৌঁছানোর পর ঝাঁকে ঝাঁকে মানুষ রাস্তায় নেমে আসে। অনেকেরই হয়তো আশা ছিল, মায়ামির অনুশীলনে বা অনুশীলনে যাওয়ার পথে মেসিকে একনজর দেখতে না পারলেও ম্যাচে ঠিকই কাছ থেকে দেখবেন প্রিয় তারকাকে। সেই আশাতেও জল ঢেলে দিয়েছেন মায়ামির কোচ জেরার্ডো মার্তিনো। মেসিকে শুরুর একাদশে তো নামানইনি, খেলাননি বদলি হিসেবেও। ম্যাচে মার্তিনো ৭ জন খেলোয়াড় বদলি করলেও মেসির সঙ্গে লুইস সুয়ারেজকেও বেঞ্চেই বসিয়ে রাখেন। মেসির অবশ্য চোটের কারণে না খেলার শঙ্কা আগে থেকেই ছিলই।

বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় শুরু হওয়া প্রীতি ম্যাচটিতে মেসি-সুয়ারেজবিহীন মায়ামি হংকং একাদশকে হারাতে অবশ্য বেগ পেতে হয়নি। ৪-১ গোলের জয়ের প্রথম গোল আসে ৪০ মিনিটে। রবার্ট টেইলর গোল করে এগিয়ে দেয় হেরনসদের। তবে ৩ মিনিট পরই হংকং একাদশ সমতায় ফেরে। প্রথমার্ধ শেষ হয় ১-১ ড্রয়ে।

এবার হয়তো অনেকেই ভেবেছিল মেসিকে মাঠে দেখা যাবে। কিন্তু মার্টিনো তাদের হতাশ করেন। মেসি বা সুয়ারেজ কাউকেই মাঠে নামাননি তিনি।

৫০ মিনিটে মায়ামিকে আবারও লিড দেন লসন কনারি সান্ডারল্যান্ড। ৬ মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন লিওনার্দো কাম্পানা। এরপর লম্বা সময় গোল পায়নি মায়ামি। গোল করতে পারেনি হংকং একাদশও। ৮৫ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৪-১ করেন রায়ান সেইলর।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে ৫ ম্যাচ খেলে এটি ইন্টার মায়ামির প্রথম জয়। এর আগে খেলা চার ম্যাচের একটি ড্র করলেও, অন্য তিন ম্যাচে হেরেছিল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

১০

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১১

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

১২

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

১৩

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

১৪

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

১৬

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৭

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

১৮

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

১৯

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

২০
X