কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষটা হলো নাটকীয়তায়। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ-ভারত। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পেনাল্টি শুট আউটে গড়ায় ম্যাচটি। সেখানেও রোমাঞ্চ ছড়িয়ে ১১-১১ ব্যবধানে সমতায় শেষ হয়। টস ভাগ্যে ভারতকে জয়ী ঘোষণা করেন ম্যাচের রেফারি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় বাংলাদেশের ফুটবলার-অফিসিয়ালরা। এ নিয়ে তৈরি হয় বড় জটিলতা। প্রায় দুই ঘন্টা সবাই অপেক্ষায় ছিল ফলাফল ঘোষণার জন্য। রাত সাড়ে দশটার পর পুরস্কার প্রদান মঞ্চে সাফ সেই জটিলতার নিরসন করে। বাংলাদেশ ও ভারত উভয় পক্ষকে সন্তুষ্ট করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ ব্যবধান সমতায় শেষ করে বাংলাদেশ-ভারত। টাইব্রেকারে ১১-১১ সমতায় শেষ হলে টস ভাগ্যে শিরোপা জিতে নেয় ভারতীয় মেয়েরা। তবে সাফের বাইলজ অনুযায়ী টস হওয়ার কথা না, সাডেন ডেথে খেলা চলবে। ম্যাচ কমিশনার নিজের ভুল স্বীকার করে ভারতকে খেলায় ডাকেন। তবে তারা খেলায় আর আসেনি। এই নিয়মানুযায়ী বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা৷ কিন্তু টসে ভারত জেতায় এবং সিদ্ধান্ত হওয়ায় ম্যাচ কমিশনার ও সাফ মিলে মাঝামাঝি এক সিদ্ধান্ত নেয়।

ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টাইগ্রেসদের রক্ষণ দুর্বলতা ও গোলকিপারের ভুলে লিড নেয় ভারত। ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলেন শিবানী দেবী৷ গোলকিপার স্বর্ণা রানী গোলপোস্ট ছেড়ে বেড়িয়ে এসেও বলের নাগাল পাননি৷ দারুণ দক্ষতায় পোস্ট বরাবর প্লেসিংয়ে বল জালে জড়ান শিবানী। পিছিয়ে পড়ে ম্যাচে সমতায় ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। ৩৫ মিনিটে দুই জনকে কাটিয়ে ভারতের গোলপোস্টে শট নেন স্বপ্না রাণী। কিন্তু বাইরে দিয়ে চলে যায় শটটি৷

বিরতির পর সমতায় ‍ফিরতে জোর চেষ্টা চালায় বাংলাদেশ। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গিয়ে সফল হয় স্বাগতিকরা। ৯৪ মিনিটের মাথায় ১-১ ব্যবধানে সমতায় ফেরান সাগরিকা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১১-১১ সমতায় শেষ হলেও টসে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। তবে এই টস করা নিয়ে আপত্তি জানাতে থাকেন বাংলাদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা। পরে সিদ্ধান্ত বদলান ম্যাচ কমিশনারও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

৩ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১০

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১১

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১২

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৩

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৪

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৫

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

১৬

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

১৭

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

২০
X