গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুভ সূচনা করেছে পৌরসভা একাদশ। ৩-০ গোলে শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে দলটি।
প্রধান অতিথি মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘এই টুর্নামেন্টে প্রতিটি ইউনিয়ন থেকে এক একটি দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। উপজেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে তারা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে তারা জাতীয় পর্যায়ে খেলবে। আমি চাই জাতির পিতার পুণ্যভূমি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এই কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার একটি দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হোক।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান তাঁজ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন