স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে নির্ধারিত হয় মেসিদের লিগের শিরোপা

এমএলএস ট্রফি। ছবি : সংগৃহীত
এমএলএস ট্রফি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় লিগের নাম মেজর লিগ সকার (এমএলএস)। কিন্তু কতজন এই লিগের খোঁজখবর রাখতেন? আর বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও এক বছর আগে এই লিগের কোনো খবর রাখতেন না। বিশ্বের অন্যান্য লিগগুলোর তুলনায় জৌলুশ অনেক কম।

কিন্তু গত মৌসুমে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এই লিগের প্রতি আগ্রহ বেড়েছে অনেকের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয় এই লিগের ২৯তম মৌসুম। নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেককে হারিয়ে শুভসূচনা করেছে মায়ামি।

১৯৯৬ সালে ৯ দল নিয়ে শুরু হয় এমএলএস। ২০০৪ সালে যোগ দেয় আরও ২০টি ক্লাব। সবমিলিয়ে বর্তমানে এই লিগে খেলছে ২৯টি ক্লাব। যুক্তরাষ্ট্রের ২৬ ক্লাবের সঙ্গে এই লিগে অংশ নেয় কানাডার তিনটি ক্লাব। আর আগামী মৌসুম থেকে স্যান ডিয়েগো ফুটবল ক্লাব যোগ দেবে এই লিগে।

এর কাঠামো বিশ্বের অন্যান্য লিগের মতো নয়। শিরোপা জিততে হলে দলগুলোকে পার হতে হয় বেশ কয়েকটি ধাপ। সাধারনত ফেব্রুয়ারিতে শুরু হয় এই লিগের নতুন মৌসুম। আর অক্টোবরে শেষ হয় লিগের প্রথম ধাপ। দুই কনফারেন্সে বিভক্ত হয়ে খেলে ২৯টি দল। ইস্টার্ন কনফারেন্সে মেসির ইন্টার মায়ামির সঙ্গে আছে ১৫টি ক্লাব। ওয়েস্টার্ন কনফারেন্সে অন্য ১৪টি ক্লাব।

প্রতিটি ক্লাব প্রথম ধারে মোট ৩৪টি করে ম্যাচ খেলে। নিজেদের কনফারেন্সে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুবার করে মুখোমুখি হয় দলগুলো। অর্থাৎ ইন্টার মায়ামির খেলতে হবে ২৮ ম্যাচ। বাকি ছয় ম্যাচ তারা খেলবে অন্য কনফারেন্সের দলের বিপক্ষে। এবার নিজেদের প্রথম ম্যাচে তারা খেলছে ওয়েস্টার্ন কনফারেন্সের রিয়াল সল্ট লেকের বিপক্ষে।

প্রথম পর্ব শেষে দুই কনফারেন্সের সেরা ৭ দল সরাসরি খেলবে রাউন্ড ওয়ান বেস্ট অফ থ্রি সিরিজ। আর দুই কনফারেন্সের ৮ ও ৯ নম্বরে থাকা দল চারটি খেলবে ওয়াইল্ড কার্ড ম্যাচ। এখান থেকে জয়ী দুটো দলও যোগ দেবে ‘বেস্ট অফ থ্রি’ সিরিজে। অর্থাৎ এই সিরিজে মোট দলের সংখ্যা ১৬। এটি ফাইনাল সিরিজ নামেও পরিচিত।

প্রতিটি কনফারেন্সে ৮ দল পয়েন্ট টেবিলে অবস্থানের ভিত্তিতে একে অন্যের সঙ্গে চারটি ম্যাচ খেলবে। যেমন ১ নম্বরে থাকা দল খেলবে ৮ নম্বরের সঙ্গে, দুইয়ের প্রতিপক্ষ হবে ৭, ৩ লড়বে ছয়ের বিপক্ষে। আর ৪ ও ৫ একে অন্যের মুখোমুখি হবে।

দুবার করে মুখোমুখি হওয়ার পর প্রতি কনফারেন্স থেকে চার দল উঠবে সেমিফাইনালে। সেখানেও হবে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচ। জয়ীরা খেলবে কনফারেন্স ফাইনালে। আর দুই কনফারেন্স ফাইনালের জয়ীরা খেলবে এমএলএস কাপ ফাইনালে। আর সে ম্যাচের জয়ী মৌসুমের লিগ চ্যাম্পিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X