লিওনেল মেসি-লুইস সুয়ারেজের গোলে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে ফিরতি লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারায় মেসির দল। এ ম্যাচেও গোলের দেখা পেয়েছেন মেসি আর সুয়ারেজ। দলের হয়ে অন্য গোলটি করেন রবার্ট টেলর। এতে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। নিজেদের মাঠের ম্যাচের শুরুতে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচের ৮ মিনিটে ন্যাশভিলের রক্ষণকে বোকা বানিয়ে সুয়ারেজকে দারুণ এক পাস দেন মেসি। নিজের কাজটা সঠিকভাবে করে স্কোরলাইন ১-০ করেন উরুগুয়ের তারকা। ম্যাচের ২৩ মিনিটে নিজেই গোল করেন মেসি। প্রতিপক্ষের ডি-বক্সে মেসিকে পাস দেন দিয়েগো গোমেজ। বাঁ-পায়ের দুর্দান্ত শটে গোল ব্যবধান ২-০ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফলে চলতি মৌসুমে টানা ৪ ম্যাচে গোল পেলেন বিশ্বকাপজয়ী তারকা। সব মিলিয়ে মায়ামির জার্সিতে ৫ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন মেসি। দ্বিতীয়ার্ধে মেসিকে তুলেন নেন মায়ামির আর্জেন্টাইন কোচ। মেসির বদলি হিসেবে মাঠে নামেন টেলর। ৬৩ মিনিটে তার দুর্দান্ত হেডে ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ৯৩ মিনিটে ন্যাশভিলের স্যাম সারিডজ গোল করে ব্যবধান কমান (৩-১)।
মন্তব্য করুন