ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামলেই উগ্র সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হন। এ নিয়ে লড়াই জারি রেখেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই বলে নিজ ক্লাব রিয়াল মাদ্রিদেই বর্ণবাদের শিকার হবেন এ ফুটবলার!
ঘটনা গত ২ মার্চের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে ভিনিই করেছিলেন রিয়াল মাদ্রিদের গোল দুটি। ওই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান তারকার এক ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, ভিনি বুকের বাঁ দিকে থাকা ক্লাবের জার্সির ব্যাজে চুমু খাচ্ছেন। ছবির নিচের অংশে ইসরায়েলি ডিজে জুটি ‘ভিনি ভিসি’-এর একটি স্টিকার ছিল।
স্টিকারের গ্রাফিক ডিজাইনের মাধ্যমে মানুষের বিবর্তন বোঝানো হয়েছে। যা বানর থেকে মানুষ হওয়ার কাল্পনিক চিত্র নির্দেশ করছে। বিপত্তি বেধেছে ওখানেই। যদিও এ পোস্ট ৩০ মিনিট পরই প্রত্যাহার করা হয়েছে। তার আগেই সেটা ভিনির দৃষ্টি কেড়েছিল।
ক্লাবের কাছে সে পোস্টের ব্যাখ্যাও দাবি করেন এ ফুটবলার। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ বয়কটের মতো কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। শেষপর্যন্ত রিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে অ্যাঞ্জেল সানচেজের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভিনির উত্তপ্ত হয়ে ওঠার কারণ স্পষ্ট- রিয়াল মাদ্রিদের ওই পোস্ট ছিল বর্ণবাদী আচরণে স্পষ্ট সুরসুরি। যে ফুটবলার বর্ণবাদের বিরুদ্ধে কঠোর লড়াই করছেন, তার ক্লাবের এমন পোস্ট তো প্রতিক্রিয়া সৃষ্টি করবেই!
মন্তব্য করুন